ভারতের তরফে বিশ্বের নানা রাজধানীতে সাংসদদের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকে ‘চতুর কূটনৈতিক পদক্ষেপ’ বলে প্রশংসা করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রবিন্দর সচদেবা। তাঁর মতে, এ ধরনের প্রতিনিধি দলগুলির হাতে থাকা উচিত ভারতের আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামের ব্রোশিওর ও ক্যাটালগে ভরা এক বিশাল ‘কার্টুন’ ব্যাগ, যা বিশ্ববাসীর সামনে তুলে ধরবে দেশের সামরিক সক্ষমতা।
ভারতের প্রতিরক্ষা খাতের নতুন আত্মবিশ্বাস
রবিন্দর সচদেবার কথায়, “এই উদ্যোগ বিশ্বের কাছে ভারতের পরিণত মানসিকতা এবং বিকাশমান প্রতিরক্ষা শিল্পের পরিচয় দেবে। আকাশ মিসাইলের মতো দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবার আন্তর্জাতিক রপ্তানির যোগ্য হয়ে উঠেছে।”
তিনি আরও জানান, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে পরিচিত এক সুপারস্টার। ফিলিপিন্স-সহ একাধিক দেশ ইতিমধ্যেই এটি আমদানি করছে এবং আরও অনেক দেশ অপেক্ষায় রয়েছে। এখন সময় এসেছে ভারতের প্রতিরক্ষা রপ্তানির তালিকায় নতুন কোনও সুপারস্টার যুক্ত করার।
কূটনীতি ও ব্যবসার যুগলবন্দি
বিশেষজ্ঞের মতে, প্রতিরক্ষা সরঞ্জামের ব্রোশিওর সঙ্গে প্রতিনিধি দল পাঠানো মানে শুধু প্রতীকী সম্মান নয়, বরং সরাসরি ভারতের প্রতিরক্ষা শিল্পের প্রচার এবং সম্ভাব্য বাণিজ্যিক চুক্তির পথ প্রশস্ত করা। এভাবেই তৈরি হবে ভারতের নিজস্ব সামরিক-শিল্প জোট, যা একদিন বিশ্বমানচিত্রে ভারতকে বড় প্রতিরক্ষা রপ্তানিকারক দেশে পরিণত করতে পারে।
#WATCH | Delhi | “…India’s decision to send a delegation of parliamentarians to various world capitals is a smart move… These delegations should carry a big cartoon filled with brochures and catalogues of India’s air defence systems, which perform so spectacularly in this… pic.twitter.com/bkoLXz3S8K
— ANI (@ANI) May 18, 2025