ছত্তীসগঢ়ের গাড়িয়াবান্দ জেলার মেইনপুর থানার অন্তর্গত গৌরমুন্ড গ্রামসংলগ্ন গভীর জঙ্গলে নকশালদের উপস্থিতির খবর ছিল আগে থেকেই। সেই সূত্র ধরেই আজ, ১৮ মে একযোগে অভিযান শুরু করে জেলা বাহিনী এবং CRPF-এর ৬৫ নম্বর ব্যাটালিয়নের ‘এফ’ কোম্পানি। পুরো অভিযানের নেতৃত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুধীর কুমার।
বোমার ফাঁদ পেতেছিল নকশালরা, তৎপর বাহিনী
নিরাপত্তা বাহিনীর সর্বাত্মক তল্লাশির মাঝেই জঙ্গলের বিভিন্ন অংশে নজরে আসে প্রেসার কুকারে বানানো দুটি বিস্ফোরক। প্রায় ৫ কেজি ওজনের আইইডি ছিল সেগুলো, যা যেকোনও সময় প্রাণঘাতী হামলার জন্য প্রস্তুত ছিল। তবে বাহিনীর বম্ব ডিসপোজাল টিম (BDS) দ্রুত পদক্ষেপ নিয়ে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে।
উদ্ধার হল আরও গোপন সামগ্রী
বোমা উদ্ধারের পাশাপাশি জঙ্গলের ভেতর তল্লাশি চালিয়ে বাহিনীর হাতে আসে আরও বেশ কিছু সামগ্রী। এর মধ্যে ছিল সৌর প্যানেল, বৈদ্যুতিক তার, রান্নার হাঁড়ি-বাসন ও অন্যান্য নকশালদের ব্যবহার্য জিনিসপত্র। এই সবই থেকে স্পষ্ট—সেই অঞ্চলে নকশালদের ঘাঁটি তৈরি করার পরিকল্পনা ছিল।
বিপদ থেকে রক্ষা, কিন্তু সতর্ক থাকতে বলছেন আধিকারিকরা
এই সফল অভিযানের পর নিরাপত্তা বাহিনী স্বস্তিতে থাকলেও তারা জানাচ্ছেন, এখনই ঢিলেঢালা হলে চলবে না। কারণ, এই ধরনের বোমা পুঁতে রাখা নকশালদের পরিচিত কৌশল। তাই প্রতিটি পদক্ষেপে থাকতে হবে সতর্কতা।
#WATCH | Gariaband, Chhattisgarh | In the Naxal eradication campaign, on May 18, on the information of the presence of Naxalites in the forests of village Gaurmund under Thana Mainpur area, a joint team of district force and F company of 65 battalion CRPF under the leadership of… pic.twitter.com/dNQWiEfzWZ
— ANI (@ANI) May 18, 2025