দেশের ডিজিটাল যাত্রায় নতুন মাইলফলক স্পর্শ করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। আধারের মাধ্যমে মোট ১৫০ বিলিয়ন বার সাফল্যের সঙ্গে পরিচয় প্রমাণ করা হয়েছে। এটা শুধু একটি সংখ্যা নয়, দেশের ডিজিটাল ব্যবস্থার শক্তি ও মানুষের বিশ্বাসের পরিচয়।
প্রতি মাসেই বাড়ছে আধারের ব্যবহার
২০২৫ সালের এপ্রিল মাসেই ২১ বিলিয়নের বেশি আধার যাচাই হয়েছে, যা গত বছরের একই সময়ের থেকে প্রায় ৮ শতাংশ বেশি। আধার এখন শুধু পরিচয়ের মাধ্যম নয়, এটি সরকারি সুবিধা পাওয়া থেকে শুরু করে ব্যাংকিং ও আর্থিক সেবায় সুবিধার দরজা খুলে দিয়েছে।
সহজ ও দ্রুত সেবা প্রদানে আধারের অবদান
আধার ই-কেয়াইসি (e-KYC) সেবার মাধ্যমে নাগরিকরা দ্রুত আর সহজে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে সেবা নিতে পারছেন। শুধু সরকারি বিভাগ নয়, এখন শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানও আধার ফেস অথেন্টিকেশন ব্যবহার করছে যাতে সুবিধা পৌঁছায় আরো বেশি মানুষকে।
ডিজিটাল পরিষেবার নতুন যুগের সূচনা
এই সফলতার মধ্য দিয়ে স্পষ্ট, আধার ডিজিটাল ভারতের হৃদয়। নাগরিক সেবায় স্বচ্ছতা ও সহজলভ্যতা নিশ্চিত করতে আধারের ভূমিকা ক্রমেই বাড়ছে। ভবিষ্যতেও এই পথেই এগোতে চাইছে ভারত।