জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি নাশকতার বড়সড় চেষ্টা নস্যাৎ করতে মাঠে নামল সেনা। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে কিস্তোয়ারের চাতরুর সিংপোরা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই শুরু হয় গুলির লড়াই।
অন্তত চার জন জঙ্গি লুকিয়ে, চারদিক ঘিরে ফেলেছে বাহিনী
সেনা সূত্রে জানা গেছে, ওই এলাকায় অন্তত চার জন জঙ্গি লুকিয়ে ছিল। তারা কীসের ছক কষছিল, তা এখনও স্পষ্ট নয়। সেনা ও পুলিশের যৌথ দল অভিযান শুরু করতেই গুলি ছোঁড়ে জঙ্গিরা। সঙ্গে সঙ্গেই পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলির লড়াই।
চাতরুর সিংপোরা এলাকায় এখন টানটান উত্তেজনা। জঙ্গিদের চারদিক ঘিরে ফেলেছে সেনা। সেনা সূত্রে আরও জানানো হয়েছে, কোনওভাবেই জঙ্গিদের পালাতে দেওয়া হবে না। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে বাহিনী।
কাশ্মীরের বিভিন্ন জেলায় সক্রিয় হয়ে উঠছে জঙ্গি গোষ্ঠীগুলি
গত কয়েক মাসে জম্মু ও কাশ্মীরে একাধিক জায়গায় জঙ্গি কার্যকলাপ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। সেনা ও পুলিশের যৌথ বাহিনী একাধিকবার অভিযান চালিয়ে বহু জঙ্গিকে ধরেছে কিংবা নিকেশ করেছে। এই ঘটনার পর আবারও স্পষ্ট হয়ে গেল, সীমান্তবর্তী এলাকাগুলিতে এখনও সক্রিয় রয়েছে সশস্ত্র জঙ্গি মডিউল।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান
চাতরুর সিংপোরায় জঙ্গিদের উপস্থিতির তথ্য আগে থেকেই ছিল গোয়েন্দাদের কাছে। সেই সূত্রেই অভিযান শুরু করা হয়। বর্তমানে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। গোটা অঞ্চল ঘিরে রেখে চলছে তল্লাশি।
শেষ খবর পাওয়া পর্যন্ত গুলির লড়াই এখনও চলছে। পরিস্থিতির ওপর নজর রাখছে বাহিনী।