ভারতের সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন প্রাণ হারানোর পর, গোটা বিশ্বকে ভারতের অবস্থান জানাতে সক্রিয় হয়েছে কেন্দ্র। সেই লক্ষ্যেই রাশিয়া সফরে গেছেন ডিএমকে সাংসদ কানিমোঝি, নেতৃত্ব দিচ্ছেন এক সাংসদ প্রতিনিধি দলের।
কী উদ্দেশ্যে এই সফর?
এই সফরের মূল লক্ষ্য—বিশ্ব মঞ্চে ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থান তুলে ধরা। OperationSindoor নামের এই প্রচারাভিযানে রাশিয়া ছাড়াও স্লোভেনিয়া, গ্রিস, লাটভিয়া ও স্পেন সফর করবে প্রতিনিধি দল।
রাশিয়ার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
কানিমোঝির কথায়, “রাশিয়া আমাদের দীর্ঘদিনের কৌশলগত সঙ্গী। এমন সময়ে ওদের সঙ্গে সরাসরি কথা বলা জরুরি, কারণ বারবার সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে ভারত। আন্তর্জাতিক সমর্থন খুব দরকার।”
দলটির বৈচিত্র্যই বড় শক্তি
প্রতিনিধি দলে বিভিন্ন রাজ্যের এবং ভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা রয়েছেন। এতে স্পষ্ট, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় রাজনীতি একত্র।
ভারতের অবস্থান বিশ্বকে জানানোই লক্ষ্য
এই সফরের মাধ্যমে গোটা বিশ্বকে বোঝাতে চায় ভারত—সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা কতোটা দৃঢ়। শুধুমাত্র সামরিক নয়, কূটনৈতিক স্তরেও লড়াই চালিয়ে যেতে চায় দিল্লি।
#WATCH | Moscow, Russia: DMK MP Kanimozhi led delegation is visiting Russia, Slovenia, Greece, Latvia and Spain to showcase #OperationSindoor and India’s continued fight against terrorism.
She says, “Russia has been a strategic partner and we have always worked together on… pic.twitter.com/Iaf2oD2YAY
— ANI (@ANI) May 23, 2025