একবার নয়, দুই বার নয়—পরপর দশবার। তবুও জামিনের মুখ দেখলেন না পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদী। ফের একবার লন্ডনের আদালত সাফ জানিয়ে দিল, এখনই তাঁর জামিনের কোনও সুযোগ নেই। আদালতের পর্যবেক্ষণ, নীরব মোদী জামিন পেলে পালানোর ঝুঁকি থেকেই যাচ্ছে।
লুকিয়ে দেশ ছাড়া, এখন বন্দি লন্ডনে
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে বিদেশে পাড়ি দেওয়া নীরব মোদীর বিরুদ্ধে ভারতে চলছে বিস্তর মামলা। কেলেঙ্কারি সামনে আসার পরই তিনি দেশ ছেড়ে পালান। লন্ডনে ধরা পড়ার পর থেকে বন্দি অবস্থায় রয়েছেন। ভারতের তরফে তাঁর প্রত্যর্পণের জোর তৎপরতা চললেও, জামিন না পাওয়ায় প্রক্রিয়া আরও বিলম্বিত হচ্ছে।
আদালতের সাফ বার্তা: বিশ্বাসযোগ্য নন নীরব
ব্রিটিশ আদালত আগেই বলেছে, নীরব মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। প্রভাবশালী হওয়ায় তিনি জামিন পেলে প্রমাণ লোপাট কিংবা দেশ ছেড়ে ফের পালানোর চেষ্টা করতে পারেন। সেই ঝুঁকি বিচারকেরা নিতে নারাজ। তাই এবারও তাঁর মুক্তির রাস্তা বন্ধ রইল।
প্রত্যর্পণের পথ কি আরও কঠিন?
ভারত সরকার বারবার বলছে, নীরব মোদীকে দেশে ফেরানো খুব জরুরি। কিন্তু দশবার জামিন আবেদন খারিজ হয়ে যাওয়া মানে তাঁর মুক্তির আশাও দিনকে দিন ক্ষীণ হচ্ছে। প্রশ্ন উঠছে—এই আইনি লড়াইয়ে আদৌ কি শেষমেশ ভারত জিতবে?
শেষ কথা: নীরব কি ফিরবেন দেশে?
বারবার জামিনের চেষ্টা, বারবার ব্যর্থতা। লন্ডনের আদালতে নীরব মোদীর প্রত্যেক আবেদন মুখ থুবড়ে পড়ছে। এখন গোটা দেশের সামনে একটাই প্রশ্ন—এই পলাতক হিরে ব্যবসায়ী কি কোনওদিন ভারতের আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন? নাকি বিদেশের মাটিতেই কেটে যাবে তাঁর বাকি জীবন? উত্তর এখনও ধোঁয়াশায়।