কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই, আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থানকে সমর্থন জানাল জার্মানি। ওই হামলায় ২৬ জন নিরীহ নাগরিক নিহত হন। এর পরই ভারতের প্রতিক্রিয়া ছিল ‘অপারেশন সিঁদুর’। সেই প্রেক্ষিতেই জার্মান বিদেশমন্ত্রীর কড়া বার্তা— “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের আছে।”
‘অপারেশন সিঁদুর’-এর প্রতিক্রিয়া আন্তর্জাতিক মহলে
জার্মান বিদেশমন্ত্রী জোহান ওয়েডফুল জানিয়েছেন, ২২ এপ্রিল পহেলগাঁওয়ের হামলা ভয়ানক ও পাশবিক। এই ঘটনায় ভারতের প্রতিক্রিয়াকে স্বাভাবিক বলেই মানছে বার্লিন। যুদ্ধবিরতির প্রশংসাও করেছেন তিনি। একই সঙ্গে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন।
জয়শঙ্করের হুঁশিয়ারি: সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’
ত্রিদেশীয় ইউরোপ সফরের অংশ হিসেবে জার্মানিতে সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট বার্তা দিয়েছেন—“সন্ত্রাসের প্রশ্নে ভারতের জিরো টলারেন্স। পরমাণু ব্ল্যাকমেলের সামনে ভারত কখনও মাথা নত করবে না।”
‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানকে পাল্টা ধাক্কা
হামলার পরই ভারত ব্যাপক অভিযান চালিয়ে পাক ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। শতাধিক জঙ্গি নিহত হয়। পালটা পাকিস্তান ভারতের দিকে ড্রোন ও গোলাবর্ষণ চালালে, ভারতও যোগ্য জবাব দেয়।
সংঘর্ষবিরতিতে ভারত-পাক
ভারতের পাল্টা প্রতিক্রিয়ার মুখে পাকিস্তান আতঙ্কিত হয়ে DGMO পর্যায়ে সংঘর্ষবিরতির প্রস্তাব দেয়। ভারত তা মেনে নিলে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে। তবে এই যুদ্ধবিরতির কৃতিত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও, ভারত সে দাবি নস্যাৎ করেছে।