দেশজুড়ে আবারও বাড়ছে কোভিডের প্রকোপ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত সারা দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১০০৯-এ।
একের পর এক রাজ্যে বাড়ছে সংক্রমণের হার। সবচেয়ে বেশি আক্রান্ত এখন কেরলে—৪৩০ জন। তার ঠিক পরেই রয়েছে মহারাষ্ট্র, সেখানে সংক্রমিত ২০৯ জন। এমনকি রাজধানী দিল্লিতেও নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৪ জন।
সাত জনের মৃত্যু, উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র-কেরল
চলতি মরশুমে এখন পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন ৭ জন। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৪ জনের, কেরলে মৃত্যু হয়েছে আরও ২ জনের। দেশের অন্যান্য রাজ্যেও কিছু নতুন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে, যা আগামী দিনে উদ্বেগ বাড়াতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
পশ্চিমবঙ্গেও মিলছে সংক্রমণ, কলকাতার বেশ কয়েকটি কেন্দ্রে পজিটিভ রিপোর্ট
পশ্চিমবঙ্গেও থাবা বসাচ্ছে নতুন কোভিড তরঙ্গ। রাজ্যে এখন পর্যন্ত সক্রিয় আক্রান্ত ১৬ জন। কলকাতা মেডিক্যাল কলেজের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দু’জন রোগীর রক্ত পরীক্ষায় মিলেছে করোনা পজিটিভ রিপোর্ট। একজন রোগী এসেছিলেন আউটডোর থেকে, অন্যজনের নমুনা এসেছিল একটি বেসরকারি হাসপাতাল থেকে।
বিধাননগরের ডায়াগনস্টিক সেন্টারে তিনজন করোনা পজিটিভ, তবে উপসর্গ মৃদু
শুধু সরকারি হাসপাতাল নয়, বিধাননগরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারেও আরও তিনজনের শরীরে মিলেছে কোভিড।
তবে আশার কথা—এদের মধ্যে কেউই হাসপাতালে ভর্তি হননি। উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু—হালকা জ্বর, শ্বাসকষ্ট, বমি এবং পেট খারাপ।
তবে কি আবারও ভয়াবহ রূপ নেবে কোভিড? বিশেষজ্ঞরা বলছেন…
স্বাস্থ্য মন্ত্রকের একাধিক সূত্র বলছে, এখনই আতঙ্কের কিছু নেই। তবে সতর্কতা জরুরি। বিশেষ করে যাঁদের বয়স বেশি, কো-মর্বিডিটি রয়েছে বা যাঁরা শিশু—তাঁদের জন্য সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের হালকা ঢেউ হয়তো এবারও আসতে পারে, তবে ভ্যাকসিন ও পূর্ববর্তী সংক্রমণের কারণে মানুষ অনেকটাই সুরক্ষিত।