বিদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে কুয়ালালামপুরে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন—কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) ফেরতের দাবির আগে আলোচনার কোনও প্রশ্নই নেই।
জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়া—‘অপারেশন সিঁদুর’-এর আন্তর্জাতিক প্রচারে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দলের মুখ হয়ে এবার উঠে এলেন অভিষেক।
সন্ত্রাসবাদে পাকিস্তানের প্রত্যক্ষ মদত: অভিষেক
কুয়ালালামপুরের সভায় অভিষেক বলেন, “পাকিস্তানের সেনা অফিসাররা খোলাখুলি জঙ্গিদের শেষকৃত্যে অংশ নিচ্ছেন, সেই ছবি আজ বিশ্ব দেখছে। সমস্ত তথ্য পাবলিক ডোমেনে রয়েছে। একদিকে আলোচনার টেবিল, আরেকদিকে সন্ত্রাস—দু’টি একসঙ্গে চলতে পারে না।”
তিনি আরও যোগ করেন, “যাঁরা বলেন ভারত-পাকিস্তান দ্বন্দ্ব বহু পুরনো, তাঁরা ভুল বলেন না। কিন্তু এই দীর্ঘ সময়ে ভারত বারবার চেষ্টা করেছে শান্তি প্রতিষ্ঠার। অথচ পাকিস্তানের মনোভাব একটুও বদলায়নি।”
PoK ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও কথা নয়
গত ২২ এপ্রিলের ঘটনার প্রসঙ্গ টেনে অভিষেক স্পষ্ট ভাষায় বলেন, “যা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। আমি বলব, পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনাই সম্ভব নয়, যতক্ষণ না তারা PoK ভারতের হাতে ফিরিয়ে দেয়। না হলে এই দ্বন্দ্ব চলতেই থাকবে।”
কাশ্মীর ভারতের অঙ্গ, বললেন অভিষেক
অভিষেকের মতে, “কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এই বাস্তব আন্তর্জাতিক মঞ্চেও তুলে ধরা জরুরি। আমরা এটা বারবার বলব, যতবার দরকার। কারণ, সত্য কখনও চাপা থাকে না।”