ভারত-পাকিস্তান সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক পাচারচক্র। তবে বিএসএফের (BSF) নজরদারি ও দ্রুত পদক্ষেপে এবার তারা ধরাশায়ী। সম্প্রতি একাধিক যৌথ অভিযানে পাঞ্জাবের আমৃতসর ও তরণতরণ জেলায় উদ্ধার হয়েছে ৪টি ড্রোন ও ১.০১৭ কেজি হেরোইন। এর মধ্যে ২টি ড্রোন আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গিয়েছে। বিএসএফ জানিয়েছে, এই ড্রোনগুলি পাকিস্তান থেকে মাদক নিয়ে ভারতের মাটিতে ফেলা হচ্ছিল।
কোথা থেকে মিলল এই চালান?
পাঞ্জাবের দুই জেলায় আলাদা আলাদা গ্রাম থেকে মিলেছে এই বিপজ্জনক চালান। আমৃতসর জেলার রতনখুরদ এবং ধানোয়ে খুরদ গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার হয় ২টি ড্রোন ও একটি হেরোইনের প্যাকেট। অন্যদিকে, তরণতরণ জেলার খেমকরন ও দাল গ্রাম থেকেও আরও ২টি ড্রোন ও হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে এই অভিযান রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে।
কীভাবে সফল হল এই অভিযান?
সূত্রের খবর, এই গোটা অভিযানই পরিকল্পিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়। বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ একযোগে কাজ করে। এছাড়াও, স্থানীয় বাসিন্দাদের থেকে পাওয়া ইনপুট বড় ভূমিকা পালন করে। BSF-এর এক শীর্ষ আধিকারিক জানান, “আমাদের নজরদারি ও প্রযুক্তিগত ব্যবস্থার কারণে পাকিস্তানের দিক থেকে আসা কোনও অবৈধ ড্রোন আর গোপনে ঢুকতে পারছে না।”
ড্রোন দমন প্রযুক্তিতে সাফল্য দেখাল বিএসএফ
বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অ্যান্টি-ড্রোন সিস্টেম এই ধরনের অনুপ্রবেশ রুখতে অত্যন্ত কার্যকর হয়েছে। সীমান্তে কড়া নজরদারি, থার্মাল ইমেজিং এবং রাতভর পেট্রলিং চালানো হচ্ছে। এই সফল অভিযান শুধু পাচার রোখেনি, আবারও বুঝিয়ে দিল—ভারতের সীমান্তরক্ষী বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত।
পাক চক্রান্ত, কিন্তু কড়া জবাব ভারতের
বেশ কিছুদিন ধরেই পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের দিক থেকে ড্রোনে করে মাদক এবং অস্ত্র ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠছে। বিশেষজ্ঞদের মতে, এটি একটি সুপরিকল্পিত ‘নরকো-টেরর’ (Narco-Terror) চক্রান্ত, যেখানে মাদক বিক্রির অর্থ সন্ত্রাসে ব্যয় করা হয়। এই পরিস্থিতিতে বিএসএফের তৎপরতা এবং প্রযুক্তিগত সাফল্য সীমান্তর নিরাপত্তায় আশার আলো দেখাচ্ছে। বিএসএফ, পাঞ্জাব পুলিশ ও সাধারণ মানুষের যৌথ প্রচেষ্টায় এবার যে বিপজ্জনক মাদকচক্র ধরা পড়ল, তা নিঃসন্দেহে সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় সাফল্য। কিন্তু প্রশ্ন উঠছে—এর পেছনে থাকা মূল মাস্টারমাইন্ডরা এখনও ধরা ছোঁয়ার বাইরে কিনা? আরও কী কী চক্রান্ত লুকিয়ে আছে সীমান্তের ওপারে, সে দিকেই এখন নজর গোয়েন্দাদের।
BSF troops recovered 4 DJI Mavic 3 Classic drones (2 damaged) and 2 heroin packets (1.017 kg) during multiple Ops across Amritsar & Tarn Taran. Recoveries were made from villages Ratankhurd & Dhanoe Khurd of district Amritsar, and Khemkaran & Dal of district Tarn Taran. Ops were… pic.twitter.com/2NM5jUsWBZ
— ANI (@ANI) June 1, 2025