আগামী ৬ জুন, শ্রীনগরের উদ্দেশ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি জম্মু-কাশ্মীরের রেল যোগাযোগে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কপথের উপর নির্ভরশীল এই অঞ্চলের যাতায়াতের চিত্র বদলে দেবে এই আধুনিক ট্রেন।
বন্দে ভারত ট্রেনের বিশেষত্ব কী?
এই ট্রেনটি কেবলমাত্র আধুনিক নয়, বরং শীতপ্রধান অঞ্চলের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে হিটিং সিস্টেম, অ্যান্টি-স্পল লেয়ার এবং স্বয়ংক্রিয় দরজা, যা মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রাতেও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করবে্নু বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজ ও ভারতের প্রথম কেবল-স্টেইড সেতু অঞ্জি খাদ ব্রিজ পার হওয়ায় এই প্রকল্প ভারতের প্রকৌশল দক্ষতার গর্ব।
অর্থনীতিতে নতুন প্রাণ
শ্রীনগর পর্যন্ত রেল যোগাযোগের সুবাদে কাশ্মীরের ব্যবসা ও পর্যটন শিল্পে নতুন প্রাণ জাগবে। যাত্রী পরিবহনের সুবিধা বৃদ্ধি পেলে এলাকার অর্থনৈতিক উন্নয়নেও তা প্রভাব ফেলবে।
আঞ্চলিক সংহতি ও নিরাপত্তায় অবদান
এই আধুনিক রেল যোগাযোগ কাশ্মীরকে ভারতের মূল ভূখণ্ডের সাথে আরও শক্তভাবে যুক্ত করবে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও সামাজিক সংহতির উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভ্রমণকারীদের জন্য সুখবর
বন্দে ভারত ট্রেন চালু হলে অমরনাথ যাত্রীদের চলাচল সহজ হবে। শীতকালে সড়ক পথে যাতায়াত অনেক সময় ঝুঁকিপূর্ণ হলেও রেল যোগাযোগের মাধ্যমে তারা নিরাপদে যাতায়াত করতে পারবেন।
ভবিষ্যত পরিকল্পনা
বর্তমানে কাত্রা থেকে শ্রীনগর পর্যন্ত চলার বন্দে ভারত ট্রেন ভবিষ্যতে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত সম্প্রসারিত হবে। এতে আরও বেশি লোক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।