TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

‘আমি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পাব না?’ নোবেল পাওয়া নিয়ে কি বললেন ট্রাম্প?

২০২৫-এ ভারত-পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ, যদিও ভারত জানাল—যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা ছিল না। বিস্তারিত জানুন এই রিপোর্টে।

Debapriya Nandi Sarkar

আন্তর্জাতিক কূটনীতিতে তাঁর সক্রিয়তার প্রমাণ রাখতে বারবার চেষ্টা করেছেন। কিন্তু এইবার ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে উঠে এল এক নতুন দাবি—তিনি নিজেই নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ থামিয়েছেন! আর তাই তাঁর প্রাপ্য ছিল ‘নোবেল শান্তি পুরস্কার’। যদিও তাঁর নিজেরই স্বীকারোক্তি—এই পুরস্কার তিনি পাবেন না।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ট্রাম্পের বিস্ফোরক দাবি

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আলোচনায় এসেছেন। তাঁর মতে, ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে তিনি এমন এক কূটনৈতিক ভূমিকা পালন করেছিলেন, যা ওই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ থামাতে সাহায্য করে।

পাকিস্তানের স্বীকৃতি, ভারতের প্রত্যাখ্যান

এই দাবিকে আরও দৃঢ় করতে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তাঁকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। ইসলামাবাদের মতে, ট্রাম্পের ‘সাহসী কূটনীতি’ ও ‘ব্যতিক্রমী নেতৃত্ব’ সীমান্ত উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা নিয়েছিল। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এই দাবি। মোদীর বক্তব্য, ওই সময় কোনও মার্কিন হস্তক্ষেপ হয়নি, বরং দুই দেশের সেনা ও কূটনৈতিক স্তরে নিজস্বভাবে আলোচনার মাধ্যমেই উত্তেজনা প্রশমিত হয়।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

স্বীকৃতি চাওয়ার বার্তা

ট্রাম্পের এমন দাবি অবশ্য একেবারে নতুন নয়। এর আগেও তিনি উত্তর কোরিয়া, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে নিজের ভূমিকা নিয়ে কথা বলেছেন এবং সেসব ক্ষেত্রেও নোবেল পাওয়ার দাবি তুলেছেন। তবে এবার ভারত-পাকিস্তানের প্রসঙ্গ টেনে তিনি আবারও তাঁর আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষমতার গুরুত্ব বোঝাতে চাইছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আসল উদ্দেশ্য কী?

বিশ্লেষকদের মতে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের এই বার্তা নিছক নির্বাচনী প্রচারের অংশও হতে পারে। বিদেশে শান্তি রক্ষার ভূমিকায় নিজের নাম প্রতিষ্ঠা করাই হতে পারে তাঁর অন্যতম উদ্দেশ্য।

মোদীর কড়া বার্তা

এই প্রসঙ্গে মোদীর স্পষ্ট বক্তব্য, “যুদ্ধবিরতি ও আলোচনার সিদ্ধান্ত আমাদের অভ্যন্তরীণ চ্যানেলের মাধ্যমে হয়েছে। বাইরের কোনও দেশের মধ্যস্থতা আমাদের প্রয়োজন হয়নি।” যদিও ট্রাম্প নিজে জানেন, তাঁর এ দাবিতে নোবেল পুরস্কার মিলবে না, তবু তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রভাব দেখানোর চেষ্টা যে জারি রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।