TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

মাঝ আকাশে ফুয়েল শেষ! ১৬৮ যাত্রী নিয়ে ‘Mayday’ সংকেত দিল ইন্ডিগোর ফ্লাইট

গুয়াহাটি থেকে চেন্নাই যাওয়ার পথে জ্বালানির অভাবে মাঝ আকাশে ‘Mayday’ সংকেত দেয় ইন্ডিগোর ফ্লাইট। বেঙ্গালুরুতে জরুরি অবতরণ, পাইলটদের সাময়িকভাবে সরানো হল।

Debapriya Nandi Sarkar

মাঝ আকাশে আচমকা জরুরি সংকেত! গন্তব্য ছিল চেন্নাই, কিন্তু বিমান নামল বেঙ্গালুরুতে। ১৬৮ জন যাত্রী নিয়ে গুয়াহাটি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমান মাঝপথে জ্বালানির ঘাটতির মুখে পড়ে যায়। শেষ পর্যন্ত, পাইলট “Mayday” সংকেত পাঠিয়ে বিমানের জরুরি অবতরণ ঘটান বেঙ্গালুরু বিমানবন্দরে। সৌভাগ্যবশত, বিমানটি নিরাপদে অবতরণ করে এবং কোনও যাত্রীর আহত হওয়ার খবর নেই।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কী ঘটেছিল ওই রাতে?

বৃহস্পতিবার সন্ধ্যায় গুয়াহাটি থেকে 4:40 মিনিটে উড়ে যায় ইন্ডিগোর ফ্লাইট 6E‑6764, একটি এয়ারবাস A321। বিমানে ছিলেন মোট ১৬৮ জন যাত্রী। নির্ধারিত সূচি অনুযায়ী, বিমানটি 7:45 মিনিট নাগাদ চেন্নাইয়ে অবতরণ করার কথা ছিল। কিন্তু অবতরণের ঠিক আগে, একটি ব্যালান্স ল্যান্ডিং ব্যর্থ হয় এবং পাইলট বুঝতে পারেন যে, জ্বালানির পরিমাণ বিপজ্জনকভাবে কমে গিয়েছে।

Mayday সংকেত ও জরুরি অবতরণ

এই পরিস্থিতিতে, বিমান চেন্নাই ছেড়ে বেঙ্গালুরু অভিমুখে ঘুরে যায় এবং পাইলট মাঝ আকাশেই ঘোষণা করেন “Mayday”—যা একটি গুরুতর বিপদ সংকেত। তখন বিমানটি বেঙ্গালুরু থেকে মাত্র ৩৫ নটিক্যাল মাইল দূরে ছিল। বেঙ্গালুরু এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্রুত পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জরুরি অবতরণের জন্য প্রস্তুতি নেয়। ফায়ার ব্রিগেড, মেডিক্যাল টিম সহ প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা রাখা হয় রানওয়ের ধারে। রাত ৮:২০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

পাইলটদের বিরুদ্ধে ব্যবস্থা

এমন পরিস্থিতিতে প্রাথমিক তদন্ত শুরু করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী, দুই পাইলটকেই সাময়িকভাবে উড়ান তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের ফ্লাইট পরিচালনায় নিযুক্ত করা হবে না। তবে এই পুরো ঘটনার সময় যাত্রীদের নিরাপত্তা পুরোপুরি বজায় রাখা হয়েছে এবং বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না বলেই জানা গিয়েছে।bবিমানে থাকা কয়েকজন যাত্রী জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ছিল, তবে বিমানকর্মীরা শান্তভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন। কারও আহত হওয়ার খবর নেই বলেও তাঁরা জানান।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।