TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Skin Care Tips : ট্যানের দাগে জর্জরিত? রান্নাঘরের টমেটোতেই মিলছে রূপচর্চার ম্যাজিক

ত্বকের উপর ট্যান, দাগ বা কালচে ছোপ উঠছে না কিছুতেই? এক টুকরো টমেটো দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন স্কিন গ্লো বাড়ানোর ম্যাজিক প্যাক। জানুন কীভাবে মাত্র ২ মিনিটে মিলবে ত্বকের প্রাকৃতিক জেল্লা।

Debapriya Nandi Sarkar

Skin Care Tips : এই গরমে বাইরে বেরোতেই ভয় পাচ্ছেন? মুখের উপর দিন দিন জমছে ট্যান, ছোপ আর নিস্তেজভাব? দামি ক্রিম বা পার্লারের ফেসিয়ালও যদি কোনও স্থায়ী সমাধান না দিতে পারে, তাহলে ঘরোয়া উপায়েই ফিরিয়ে আনুন মুখের জেল্লা। আশ্চর্য হলেও সত্যি, আপনার রান্নাঘরের সাধারণ এক টুকরো টমেটো-ই হতে পারে এই সমস্যার ম্যাজিক সলিউশন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

টমেটোতে আছে প্রাকৃতিক ফ্লেভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট

টমেটোতে থাকা লাইকোপিন, ফ্ল্যাভোনয়েড এবং ভিটামিন সি ত্বকের ট্যান তুলতে অত্যন্ত কার্যকরী। এই উপাদানগুলি ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে এবং রোদে পোড়া দাগ বা রংয়ের অসামঞ্জস্যতা দূর করে। গরমকালে অতিরিক্ত ঘাম, ধুলোর সংস্পর্শ আর রোদ—সব মিলিয়ে ত্বকে জমে থাকে কালচে ছোপ। নিয়মিত রূপচর্চার অংশ হিসেবে টমেটোর একটি স্লাইস ব্যবহার করলে মাত্র কয়েকদিনেই পরিবর্তন চোখে পড়বে।

প্রথম ধাপ: টমেটো, কফি ও মধুর স্ক্রাব

এই ঘরোয়া ফর্মুলার প্রথম ধাপে প্রয়োজন:

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now
  • অর্ধেক টমেটো

  • ১ চামচ কফি পাউডার

  • ১ চামচ মধু

একটি বাটিতে কফি ও মধু ভালো করে মিশিয়ে নিন। এবার টমেটোর কাটা অংশ ওই মিশ্রণে ডুবিয়ে মুখে ধীরে ধীরে গোল করে ম্যাসাজ করুন। দু’মিনিট এইভাবে ম্যাসাজ করে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উপর জমে থাকা মৃত কোষ উঠে যাবে এবং মুখ অনেকটাই পরিষ্কার দেখাবে।

দ্বিতীয় ধাপ: আটা-বেসন-টমেটোর ফেসপ্যাক

ম্যাসাজের পরের ধাপে চাই:

  • ২ চামচ আটা

  • ১ চামচ বেসন

  • আধা চামচ কস্তূরী হলুদ

  • ১ চামচ দুধের গুঁড়ো

  • আগে ব্যবহৃত টমেটোর রস

সব উপাদান একত্রে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই মিশ্রণ মুখে, হাতে ও গলায় সমানভাবে লাগিয়ে দিন। ২৫ মিনিট রেখে দিন, যাতে শুকিয়ে যায়। এরপর বাকি টমেটোর টুকরো দিয়ে মুখে হালকা ম্যাসাজ করে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

নিয়মিত ব্যবহারে মিলবে স্পষ্ট ফল

এই ঘরোয়া টোটকা সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলেই আপনি নিজেই বুঝতে পারবেন পার্থক্য। শুধু ট্যানই নয়, মুখের কালো দাগ, স্পট, এমনকি ফাইন লাইনসও কমে যাবে। এছাড়াও, এই প্যাক ত্বককে টানটান করে এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। স্কিন যদি অতিরিক্ত তৈলাক্ত হয়, তাহলে এই প্যাক তার ভারসাম্যও বজায় রাখতে সাহায্য করে।

হাইপারসেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে অবশ্যই আগে প্যাচ টেস্ট করে নিতে হবে। টমেটোতে কিছু মানুষের অ্যালার্জি থাকতে পারে, তাই ব্যবহার শুরুর আগে সামান্য পরিমাণে হাতে বা কানে লাগিয়ে রিঅ্যাকশন দেখুন।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।