TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

NASA Jobs : নাসায় কাজ করার স্বপ্ন? জানুন কেমন সুযোগ ও বেতন কত দেওয়া হয়

NASA–তে অ্যাস্ট্রোনট সহ নানা ধরনের চাকরির সুযোগ রয়েছে। জানুন কী যোগ্যতা প্রয়োজন, কীভাবে নির্বাচন হয় ও কত বেতন পান NASA কর্মীরা GS পে স্কেলের ভিত্তিতে।

Debapriya Nandi Sarkar

NASA Jobs : চাঁদে পা রাখা হোক বা মঙ্গলে অভিযানের ছক—এইসব অভিযানের নেপথ্যে রয়েছে একটি সংস্থা: NASA। কিন্তু আপনি জানেন কি, এই মহাকাশ গবেষণা সংস্থায় কাজ করার সুযোগ শুধু বিজ্ঞানী বা অ্যাস্ট্রোনটদের জন্যই নয়, বরং রয়েছে আরও বহু ধরনের চাকরি?

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

নাসায় শুধু অ্যাস্ট্রোনট নয়, আরও অনেক কিছু

NASA–তে কাজ করার সুযোগ শুধুমাত্র মহাকাশে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। সংস্থায় রয়েছে engineer, technician, meteorologist, public relations specialist, এমনকি photographer-এর মতো পদ। তবে সবথেকে আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক চাকরি হল astronaut হওয়া।

কীভাবে নির্বাচন হয় অ্যাস্ট্রোনট?

NASA–র অ্যাস্ট্রোনট প্রোগ্রামে নির্বাচিত হতে গেলে প্রার্থীদের পূরণ করতে হয় বেশ কিছু কঠোর মানদণ্ড। আবেদনকারীকে অবশ্যই মার্কিন নাগরিক হতে হবে এবং থাকতে হবে STEM (Science, Technology, Engineering, Mathematics) বিষয়ে Master’s ডিগ্রি বা MD। তাঁদের থাকতে হবে কমপক্ষে ২ বছরের প্রফেশনাল অভিজ্ঞতা অথবা ১,০০০ ঘন্টা পাইলটিং অভিজ্ঞতা। এই যোগ্যতা ছাড়াও, প্রার্থীদের পার করতে হয় দীর্ঘ সময়ব্যাপী শারীরিক ও মানসিক পরীক্ষা। এই নির্বাচন ও প্রশিক্ষণ প্রক্রিয়া গড়ে প্রায় ১৮ মাস সময় নেয়। ২০২১ সালে, NASA তাদের Group 23–এর জন্য ১২ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে মাত্র ১২ জনকে বেছে নেয়। এ থেকেই স্পষ্ট, নির্বাচনের প্রতিযোগিতা কতটা কঠিন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

অ্যাস্ট্রোনটদের বেতন কত?

NASA–তে অ্যাস্ট্রোনটদের বেতন নির্ধারিত হয় US ফেডারেল GS Pay Scale অনুযায়ী। সাধারণত বেতন গ্রেড হয় GS-12 থেকে GS-14, যার মধ্যে বার্ষিক বেতন হতে পারে $১০০,০০০ থেকে $১৫৫,০০০ পর্যন্ত। গড় হিসাবে একটি civilian astronaut বছরে পান প্রায় $১৫২,২৫৮Military astronaut-দের বেতন নির্ভর করে তাঁদের সার্ভিস র‍্যাঙ্ক ও অভিজ্ঞতার উপর। অন্যদিকে, Civilian কর্মীদের ক্ষেত্রে গ্রেড যদি GS-11 থেকে GS-14 হয়, তাহলে বেতন সীমা হয় $৬৬,০০০ থেকে $১৫৮,৭০০। এক্ষেত্রে সর্বোচ্চ GS-15 গ্রেডে বেতন পৌঁছাতে পারে $১৫৮,৭০০ পর্যন্ত।

নাসায় কাদের চাকরি হতে পারে?

NASA–র দলে শুধু অ্যাস্ট্রোনট নয়, কাজ করেন এমন অনেকেই যাঁরা প্রত্যক্ষভাবে মহাকাশযাত্রায় যুক্ত নন। যেমন—কম্পিউটার ইঞ্জিনিয়ার, জিওসায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, কমিউনিকেশন অফিসার প্রভৃতি। নাসার দরজা খোলার জন্য প্রয়োজন সঠিক শিক্ষাগত যোগ্যতা, গভীর আগ্রহ এবং কঠোর পরিশ্রম। শুধুমাত্র ভালো নম্বর নয়, চাই মানসিক দৃঢ়তা, নেতৃত্বগুণ ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি। আর একবার নির্বাচিত হলে, আপনি শুধু চাকরি নয়, এক নতুন গ্রহের গল্প লেখার সুযোগ পাবেন।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।