TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালিয়ে দেখাক বিজেপি রাজ্যগুলো, চ্যালেঞ্জ অভিষেকের

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘তিন হাজার নয়, অর্ধেক দিলেই দেখাক!’’ শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করলেন তিনি।

Debapriya Nandi Sarkar

রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে আবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্যতম জনমুখী প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে এবার বিজেপি শাসিত রাজ্যগুলিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

‘অর্ধেক দিলেও দেখাক’—চ্যালেঞ্জে সুর চড়াল তৃণমূল

এক কর্মিসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, “যে সব রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, তারা যদি সমস্ত মহিলাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্প চালাতে পারে, তাহলে মানুষ বিচার করে দেখুক।” তিনি নাম না করেই তীব্র কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অভিষেকের কথায়, “তিন হাজার নয়, অন্তত দেড় হাজার টাকাই যদি দিতে পারে, তাও দেখাক!”

‘লক্ষ্মীর ভাণ্ডার’: তৃণমূল সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি ঘোষণা করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রাজ্যের নিম্নআয়ের মহিলারা মাসে ১,০০০ টাকা এবং সাধারণ শ্রেণির মহিলারা ৫০০ টাকা করে পান। প্রায় ২ কোটি মহিলা এই প্রকল্পের সুবিধাভোগী বলে সরকারি সূত্রের দাবি। এই প্রকল্প যে তৃণমূলের ভোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তা বারবার উঠে এসেছে রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায়। সেই সাফল্যের উপর ভর করেই এখন অভিষেক সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন বিজেপির দিকে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া?

এখনও পর্যন্ত অভিষেকের এই মন্তব্যের বিরুদ্ধে বিজেপি শিবির থেকে সরাসরি কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, দলের অন্দরমহলে এই বিষয়টি নিয়ে কৌশলগত আলোচনা চলছে। রাজনৈতিক মহলের মতে, অভিষেকের মন্তব্য আসলে ভোটের ময়দানে বিজেপিকে ঘিরে ধরার এক কার্যকরী অস্ত্র।

বিরোধী শিবিরকে চাপে ফেলতে অর্থনৈতিক প্রকল্প?

বিশেষজ্ঞদের মতে, তৃণমূল এখন ভোট প্রচারে জনকল্যাণমূলক প্রকল্পগুলিকেই সামনে রাখছে। স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার—এই প্রকল্পগুলির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করার রণনীতি নিচ্ছে দল। অভিষেকের বক্তব্য তারই এক অংশ, যেখানে তিনি বিজেপি শাসিত রাজ্যগুলিকে আর্থিক ও সামাজিক নীতির মাপকাঠিতে চ্যালেঞ্জ জানিয়ে প্রমাণ করতে চাইছেন, তৃণমূল সরকারের জনমুখী প্রকল্প অন্য রাজ্যের পক্ষে অনুসরণ করাও সম্ভব নয়।

শুভেন্দুর উদ্দেশে কটাক্ষ?

যদিও নাম নেননি, কিন্তু রাজনৈতিক মহলের ব্যাখ্যায় স্পষ্ট, অভিষেকের ‘তিন হাজার’ ও ‘অর্ধেক’ সংক্রান্ত মন্তব্য আসলে সরাসরি শুভেন্দু অধিকারীর প্রতি কটাক্ষ।
সম্প্রতি শুভেন্দু এক কর্মসূচিতে বলেন, “তিন হাজার টাকা দেব মহিলাদের।” সেই মন্তব্যকেই পাল্টা আক্রমণে ব্যবহার করে অভিষেক ব্যঙ্গ করে বলেন, “ওর অর্ধেক দিয়েও দেখাক।”

২০২৬-এর নির্বাচনের দিকেই এখন নজর সকল রাজনৈতিক দলের। এই পরিস্থিতিতে অভিষেকের এই চ্যালেঞ্জ ঘিরে প্রকল্প-ভিত্তিক রাজনীতি আবার সামনে চলে এল।
তৃণমূল শিবিরের মতে, মানুষের পাশে সরকার দাঁড়িয়েছে—এই বার্তাই আবারও ছড়িয়ে দিতে চাইছে দল। আর তার জবাবেই মাঠে নামতে হবে বিজেপিকে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।