TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Passport Seva Police app : পাসপোর্ট যাচাই এখন মোবাইলেই! কলকাতা পুলিশের নতুন অ্যাপে মিলছে রিয়েল-টাইম আপডেট

পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আর লম্বা অপেক্ষা নয়। এবার আবেদনকারীরা সরাসরি মোবাইল থেকেই জানতে পারবেন তাঁদের আবেদন প্রক্রিয়ার অগ্রগতি। কলকাতা পুলিশের নতুন উদ্যোগে পাল্টাচ্ছে পাসপোর্ট যাচাইয়ের রূপ।

Debapriya Nandi Sarkar

Passport Seva Police app : কলকাতা পুলিশের তরফে চালু হয়েছে ‘Passport Seva Police’ নামের একটি নতুন মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ হবে অধিক স্বচ্ছ, দ্রুত এবং প্রযুক্তি-নির্ভর। সাধারণ মানুষ আবেদন করার পর আবেদনপত্রের অবস্থা, ডকুমেন্টের ঘাটতি বা প্রয়োজনীয় নথি আপলোড সংক্রান্ত সব কিছুই রিয়েল-টাইমে জানতে পারবেন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

অ্যাপেই মিলবে যাবতীয় তথ্য

এই অ্যাপের বিশেষত্ব হলো—পাসপোর্ট সংক্রান্ত সব আপডেট এখন অ্যাপের মাধ্যমে সরাসরি আবেদনকারীর ফোনে পৌঁছবে। যদি কোনো প্রয়োজনীয় নথির অভাব থাকে, তবে তৎক্ষণাৎ মোবাইলে নোটিফিকেশন যাবে। সেই অনুযায়ী সংশোধনের সুযোগও থাকবে আবেদনকারীর হাতে। যে সব নথি পাসপোর্ট যাচাইয়ের জন্য জমা পড়ছে, সেগুলো ডিজিটালি সংরক্ষিত হচ্ছে পুলিশের নিজস্ব সার্ভারে। এর ফলে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সরাসরি সেই ডেটা পর্যবেক্ষণ করতে পারবেন, এবং প্রয়োজনীয় অনুমোদন দিতে পারবেন। এতে সময় ও কাগজপত্রের অপচয় কমবে।

পাসপোর্ট জালিয়াতি আটকাতেই প্রযুক্তির সহায়তা

গত বছরের শেষ প্রান্তিকে কলকাতায় একাধিক পাসপোর্ট জালিয়াতির ঘটনা সামনে আসে, যার জেরে বহু ভুয়ো আবেদনকারীর পরিচয় ফাঁস হয়। এমনকি পুলিশের এক প্রাক্তন আধিকারিক এবং ডাক বিভাগের কর্মীরাও এই ঘটনায় জড়িত ছিলেন। এই ঘটনার পর থেকেই জালিয়াতি আটকাতে আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রক্রিয়া ডিজিটাল করার পরিকল্পনা নেয় পুলিশ

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

নাগরিক পরিষেবায় নতুন দিশা

এই অ্যাপ শুধু পাসপোর্ট প্রক্রিয়াকে দ্রুত করবে না, পাশাপাশি সাধারণ মানুষের আস্থা এবং সময়—দুটিই বাঁচাবে। এতে করে পাসপোর্ট আবেদনে প্রাথমিক স্তরেই স্বচ্ছতা আসবে এবং ‘face-to-face verification’-এর প্রক্রিয়াও আরও কার্যকর ও নিরাপদ হয়ে উঠবে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমে OTP-ভিত্তিক যাচাই, লাইভ ট্র্যাকিং সিস্টেম এবং ডকুমেন্ট ডাউনলোড ফিচার যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এর ফলে আবেদনকারীকে আর থানায় বারবার যেতে হবে না। ডিজিটালি সবকিছু যাচাই ও আপডেট সম্ভব হবে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।