TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

কালবৈশাখীর তাণ্ডবে শীতল রাজ্য! রকেটের গতিতে নামছে তাপমাত্রা— জানুন আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট

কালবৈশাখীর দাপটে রাজ্যে ফের স্বস্তির ছোঁয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে। এপ্রিলের শেষ দিকে যেখানে…

Debapriya Nandi Sarkar

কালবৈশাখীর দাপটে রাজ্যে ফের স্বস্তির ছোঁয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে। এপ্রিলের শেষ দিকে যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে গিয়েছিল, এখন তা নেমে এসেছে অনেকটাই। আজ, শুক্রবারও রাজ্যে বজায় থাকবে বৃষ্টির দাপট। হাওয়া অফিস জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে দুর্যোগের পূর্বাভাস।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। এই জেলাগুলির জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে সাবধান থাকতে বলা হয়েছে।

রাজ্যের রাজধানী কলকাতার আবহাওয়াতেও আজ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শহরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রির আশেপাশে। গরমে হাঁসফাঁস করা মানুষজনের কাছে এটি একপ্রকার স্বস্তির খবর।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামীকাল, শনিবার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেক্ষেত্রে ৪০ থেকে ৫০ কিমি বেগে কালবৈশাখীর দাপটও দেখা দিতে পারে।

বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি। মে মাসের শুরুতেই রাজ্যের বিভিন্ন অংশে আবহাওয়ার এমন রূপ বাংলার মানুষকে যেমন খানিকটা স্বস্তি দিচ্ছে, তেমনি কোথাও কোথাও দুর্যোগের আশঙ্কাও তৈরি করছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।