TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

‘Unscripted moments’-এ ধরা পড়ল মৃণালের অকপট Bold রূপ

মৃণাল ঠাকুরের নতুন ফটোশুটে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়, সাদা-কালো ছবিতে মূর্ত হলেন মৃণাল ঠাকুর। ইনস্টাগ্রামে তাঁর সর্বশেষ ফটোশুটের ঝলক দেখে…

মৃণাল ঠাকুরের নতুন ফটোশুটে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়, সাদা-কালো ছবিতে মূর্ত হলেন মৃণাল ঠাকুর। ইনস্টাগ্রামে তাঁর সর্বশেষ ফটোশুটের ঝলক দেখে ভক্তরা যেন মোহিত। ক্যাপশনে লেখা ছিল— “Unscripted moments”। মুহূর্তের সেই অকপটতা ও স্বতঃস্ফূর্ততা যেন প্রতিটি ছবিতেই ধরা পড়েছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

‘Unscripted moments’-এ ধরা পড়ল মৃণালের অকপট Bold রূপ

ছবির অনবদ্য রূপ

এই ফটোশুটে মৃণালকে দেখা গিয়েছে কালো টপ এবং হাই-ওয়েস্ট ডেনিমে। পাশাপাশি পরেছিলেন একটি ক্রপড অফ-শোল্ডার জ্যাকেট। চুল খোলা অবস্থায় তাঁর অভিব্যক্তি আরও প্রাণবন্ত লেগেছে। সাদা-কালো রঙের ব্যবহার ছবিগুলিকে দিয়েছে ভিন্ন মাত্রা— যেখানে সাজগোজ নয়, বরং মুখের অভিব্যক্তিই হয়ে উঠেছে মূল আকর্ষণ।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

‘Unscripted moments’-এ ধরা পড়ল মৃণালের অকপট Bold রূপ

ভক্তরা ছবিগুলিকে বলেছেন “timeless” এবং “effortlessly glamorous”। সরল অথচ মনোমুগ্ধকর এই মুহূর্তগুলিই ফটোশুটের মূল আবেদন।

 

‘Unscripted moments’-এ ধরা পড়ল মৃণালের অকপট Bold রূপ

কাজের সাম্প্রতিক ও আগামী দিক

অভিনেত্রীকে সম্প্রতি দেখা গিয়েছে ‘Son of Sardaar 2’ ছবিতে। বিজয় কুমার অরোরার পরিচালনায় নির্মিত এই অ্যাকশন-কমেডি ছবিতে তাঁর সঙ্গে ছিলেন অজয় দেবগন, রবি কিশন, সঞ্জয় মিশ্র, নীরু বাজওয়া, দীপক ডোবরিয়াল, চাঙ্কি পাণ্ডে ও মুকুল দেব প্রমুখ।

আগামী দিনে মৃণালের ব্যস্ততা আরও বাড়তে চলেছে একাধিক বড় প্রোজেক্ট নিয়ে।

  • ‘Hai Jawani Toh Ishq Hona Hai’ ছবিতে তাঁকে দেখা যাবে বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ের সঙ্গে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।
  • অন্যদিকে, ‘Dacoit’ নামের একটি অ্যাকশন থ্রিলার ছবিতেও তিনি মুখ্য ভূমিকায় থাকছেন, যেখানে তাঁর সহ-অভিনেতা অদ্বি শেশ। এই ছবিটি দ্বিভাষিক— হিন্দি ও তেলুগু— এবং এটি মুক্তি পাবে ২০২৫ সালের বড়দিনে

শিল্পীসুলভ ছোঁয়া

মৃণালের এই ফটোশুট প্রমাণ করছে যে তিনি কেবল পর্দার অভিনেত্রী নন, বরং শিল্পীসুলভ দৃষ্টিভঙ্গি দিয়েও নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করতে সক্ষম। সাদা-কালো ছবির মাধ্যমে তাঁর এক অন্যরকম স্বচ্ছন্দ ও অকপট দিক উঠে এসেছে, যা ভক্তদের আরও কাছে টেনে এনেছে।

 

About Author