ভারত ইন্দাস জলচুক্তি আপাতত স্থগিত রেখেছে। এর জেরে পাকিস্তানে আসন্ন খরিফ মরসুমে জল সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাক সরকার বলছে, এবার খরিফে প্রায় ২১ শতাংশ জল ঘাটতি হতে পারে।
কি এই ইন্দাস চুক্তি?
১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হয় ইন্দাস চুক্তি। এই চুক্তি অনুযায়ী, ইন্দাস নদী ও তার শাখা নদীগুলোর জল দুই দেশ ভাগ করে ব্যবহার করে। ভারত সাধারণত পূর্ব দিকের নদী আর পাকিস্তান পশ্চিম দিকের নদীর জল পায়।
চুক্তি স্থগিত কেন?
সম্প্রতি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ইন্দাস চুক্তি কার্যত “অ্যাবেয়েন্স”-এ (স্থগিত অবস্থায়)। এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ও কূটনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। তবে সরকারিভাবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
কী প্রভাব পড়বে পাকিস্তানে?
এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি প্রভাব পড়বে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধ প্রদেশে, যেখানে চাষের জন্য নদীর জলই প্রধান ভরসা। খরিফ মরসুমে সেচের জল না পেলে কৃষিতে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।
বর্ষা ও কূটনীতি
বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এখন অনেকটাই নির্ভর করছে বর্ষা কেমন হবে তার ওপর। পাশাপাশি, পাকিস্তান এই বিষয়ে আন্তর্জাতিক স্তরে কীভাবে পদক্ষেপ নেয়, সেটাও গুরুত্বপূর্ণ।