কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছিল। তাপমাত্রাও খানিকটা কমেছিল। কিন্তু আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই আরাম বেশিদিন থাকবে না। খুব শীঘ্রই ফের গরমের দাপট বাড়বে রাজ্যজুড়ে। আগামী কয়েকদিনে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং ধীরে ধীরে বাড়বে গরম।
৮ মে থেকে ফের আগুন ঝরাবে সূর্য
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ ৮ মে থেকে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। সেই সঙ্গে থাকবে জলীয় বাষ্পের অস্বস্তি। শুধু পশ্চিমের জেলাই নয়, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গরম বেড়ে যাবে। তাপপ্রবাহেরও সম্ভবনা। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৬ ডিগ্রি বেশি থাকবে।
উত্তরবঙ্গেও কমবে বৃষ্টি, বাড়বে গরম
উত্তরবঙ্গে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ঝোড়ো হাওয়া কমবে। সেখানে এখনই তাপপ্রবাহের কোন সম্ভবনা নেই। পাহাড়ি জেলা গুলোতে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি হবে।