TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

ফের চালু হচ্ছে ভয়ংকর আলকাত্রাজ! ট্রাম্পের সিদ্ধান্তে ভয়ে জড়োসড়ো গোটা দেশ

আলকাত্রাজ জেলখানা আবার চালু করতে চান ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, এটি আইন ও শৃঙ্খলার প্রতীক। জানুন কেন ফের খোলার কথা ভাবছেন তিনি।

Debapriya Nandi Sarkar

বিখ্যাত আলকাত্রাজ জেলখানাকে আবার চালু করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, “এটি শুধুমাত্র একটি কারাগার নয়, বরং আইন-শৃঙ্খলার শক্ত প্রতীক হিসেবে পরিচিত।”

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ট্রাম্পের বক্তব্য

সম্প্রতি একটি হোয়াইট হাউস ইভেন্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “এই জেলখানায় একসময় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা বন্দি থাকতেন। ওখান থেকে পালানো প্রায় অসম্ভব ছিল।” তিনি আরও জানান, “আমাদের দেশে এখন অপরাধ যেভাবে বাড়ছে, তাতে এর মতো একটা শক্ত জায়গার দরকার।”

ইতিহাস বলছে অন্য কথা

যদিও বাস্তব চিত্রটা কিছুটা অন্যরকম। ইতিহাস ঘাটলে জানা যায়, ১৯৬২ সালে আলকাত্রাজ থেকে তিনজন বন্দি পালিয়ে গিয়েছিলেন। তারা কোনওদিন ধরা পড়েননি। এরপর ১৯৬৩ সালে খরচ বেশি হওয়ার কারণে এই জেল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি পর্যটকদের জন্য একটি জাদুঘর হিসেবে ব্যবহার হয়।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

ভবিষ্যতের পরিকল্পনা

ট্রাম্প জানান, “এই জায়গাটা এখন পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আমি চাই, এটিকে নতুন করে তৈরি করে আবার চালু করা হোক। এটা আইন, শৃঙ্খলা আর ন্যায়বিচারের প্রতীক হয়ে উঠবে।”

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।