কাশ্মীরের পাহলগামে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার পর ভারতের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে জানালেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। অপারেশন সিন্দুর শেষ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পাকিস্তান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহল এবং বিভিন্ন সংস্থা—যেমন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)—কে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করে আসছে।”
‘মৃত’ সজিদ মির হঠাৎ জীবিত!
সচিব মিশ্রী উদাহরণ টেনে বলেন, “সজিদ মির-এর ঘটনাই এ বিষয়ে সবচেয়ে বড় উদাহরণ। তাকে প্রথমে মৃত ঘোষণা করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়তেই হঠাৎ দেখা গেল, সে জীবিত! তাকে খুঁজে বের করে গ্রেফতার করা হয়।” তিনি স্পষ্ট জানান, এই ঘটনা প্রমাণ করে যে, পাকিস্তান কেবল সন্ত্রাসবাদকে প্রশ্রয়ই দেয় না, বরং তা আড়াল করতেও সচেষ্ট থাকে।
পাহলগামের হামলা: দেশের ক্ষোভ, সরকারের তৎপরতা
পাহলগামে ঘটে যাওয়া সাম্প্রতিক হামলায় গোটা জম্মু ও কাশ্মীর এবং ভারতের অন্যান্য অংশে গভীর ক্ষোভ দেখা দিয়েছে। মিশ্রী জানান, “এই হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে একাধিক প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে।” যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি, তবে সূত্রের খবর, কূটনৈতিক স্তরে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে ভারতের বার্তা
সচিব মিশ্রী তার বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান, যেন তারা পাকিস্তানের এই ধোঁকাবাজির প্রকৃত চিত্রটি বুঝতে পারে। তার কথায়, “সন্ত্রাসবাদ নিয়ে যেভাবে পাকিস্তান দ্বিচারিতা করে, তা শুধু ভারতের জন্য নয়—সমগ্র বিশ্ব শান্তির জন্য হুমকি।”