‘অপারেশন সিঁদুর’ নিয়ে দেশের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোড়ন। এই সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য ফের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেনার ভূমিকাকে প্রশংসা করে তিনি স্পষ্ট জানান, “আমাদের বীর জওয়ানরা অসাধারণ কাজ করেছেন। ওঁরা বদলা নিয়েছেন। এর পুরো কৃতিত্ব সেনার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।” তাঁর এই বক্তব্যে একদিকে যেমন সেনার সাহসিকতার প্রশংসা করা হয়েছে, তেমনই উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসাও।
তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন
এখানেই থেমে থাকেননি শুভেন্দু। তৃণমূল কংগ্রেসের উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন, “গতকাল তৃণমূল ২৪টা প্রশ্ন তুলছিল, আজ কেন একটাও বলছে না?” তাঁর দাবি, অভিযানের সফলতা প্রকাশ্যে আসতেই রাজ্য সরকার এবং শাসক দল কার্যত চুপ করে গেছে।
রাজনীতিতে নতুন উত্তাপ
‘অপারেশন সিঁদুর’ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতৃত্ব বারবার সেনা ও কেন্দ্রের ভূমিকাকে সামনে এনে কৃতিত্ব দিচ্ছে, অন্যদিকে বিরোধীদের নীরবতা নিয়ে তারা প্রশ্ন তুলছে। সব মিলিয়ে, সামরিক অভিযানের সফলতা এখন রাজনীতির মঞ্চেও বড় ইস্যু হয়ে উঠছে। সামনে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এই ইস্যু আরও কতটা জায়গা দখল করে, সেটাই এখন দেখার।