TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Air India Bomb Threat : আকাশে তীব্র আতঙ্ক! থাইল্যান্ড থেকে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক, জোরালো তদন্ত শুরু

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এক যাত্রীবাহী বিমানে বোমা থাকার আশঙ্কায় মাঝ আকাশে চাঞ্চল্য। জরুরি অবতরণ করানো হল থাইল্যান্ডেই। যাত্রীদের মধ্যে ছড়ায় আতঙ্ক, তদন্তে নেমেছে নিরাপত্তা সংস্থা।

Debapriya Nandi Sarkar

Air India Bomb Threat : আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রেশ না কাটতেই আরও এক আতঙ্কজনক ঘটনার খবর এল দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে। এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক বিমান, যা থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লি আসছিল, সেটিতে বোমা থাকার হুমকির পরিপ্রেক্ষিতে মাঝপথেই জরুরি অবতরণ করানো হয়। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে এবং তৎক্ষণাৎ ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার জোরদার ব্যবস্থা নেওয়া হয়।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ঘটনার শুরু : আচমকাই এল হুমকি বার্তা


থাইল্যান্ড বিমানবন্দর কর্তৃপক্ষ রয়টার্স-কে জানিয়েছে, ফ্লাইটটি উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি সন্দেহজনক বোমা হুমকির বার্তা আসে। সঙ্গে সঙ্গে পাইলট সিদ্ধান্ত নেন, বিমানটিকে ফের ফুকেটে ফিরিয়ে আনতে হবে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। এই ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন, তা সরকারি সূত্র থেকে এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি। তবে কোনও প্রাণহানির খবর নেই বলে প্রথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বিমান অবতরণের পরের নিরাপত্তা পদক্ষেপ


জরুরি অবতরণের পর বিমানটিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাত্রীদের বাইরে বের করে আনা হয়। এরপরই বিমানটিকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী ও বম্ব স্কোয়াড। তল্লাশি শুরু হয় সম্পূর্ণ বিমানে—যাত্রীদের ব্যাগ, ককপিট, ল্যাগেজ কম্পার্টমেন্ট সবই খতিয়ে দেখা হয়। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে তল্লাশি, এবং শেষ পর্যন্ত কোনও বিস্ফোরক মেলেনি বলে জানানো হয়। তবে হুমকি বার্তা কোথা থেকে এসেছে এবং কে পাঠিয়েছে, তা খুঁজে বের করতেই এখন কাজ শুরু করেছে থাইল্যান্ড ও ভারতীয় গোয়েন্দা সংস্থা যৌথভাবে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

যাত্রীদের অভিজ্ঞতা : আতঙ্কে কেঁপে উঠেছিল হৃদয়


বিমানে থাকা এক যাত্রী জানিয়েছেন, “উড়ানের মাঝপথেই কেবিন ক্রুরা অত্যন্ত শীতল মাথায় পরিস্থিতি সামাল দিলেও, মনে হচ্ছিল প্রাণ নিয়ে ফিরতে পারব তো?” আতঙ্কের মুহূর্তে যাত্রীদের অনেকেই প্রার্থনা শুরু করেন, কেউ কেউ মোবাইল ফোনে প্রিয়জনকে শেষবারের মতো মেসেজও পাঠান।

সম্প্রতি ভারতীয় বিমানে একের পর এক বিপর্যয়


এই ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন ভারতীয় এভিয়েশন সেক্টরে পরপর বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ও নিরাপত্তাজনিত সমস্যা সামনে এসেছে। আহমেদাবাদে সাম্প্রতিক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ইতিমধ্যেই ২৪১ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বোমাতঙ্কের এই ঘটনা আবারও বিমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।

তদন্তে কেন্দ্রীয় এভিয়েশন সংস্থা এবং RAW

ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW ও DGCA এই ঘটনার উপর নজর রাখছে। বিদেশে ভারতীয় বিমানে এ ধরনের হুমকি বার্তা অত্যন্ত স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়ায়। তাই হুমকির উৎস খুঁজে পেতে ও ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে কড়া নিরাপত্তা প্রোটোকল গ্রহণের পথে হাঁটছে ভারত।


যদিও শেষপর্যন্ত কোনও বিস্ফোরক মেলেনি, তবুও এ ধরনের হুমকি বার্তা যে শুধু যাত্রীদের মনে আতঙ্ক ছড়ায় তাই নয়, এটি একটি দেশের আকাশপথ নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। ফুকেট থেকে দিল্লিগামী এই ফ্লাইটে বোমা হুমকি ভারতের এভিয়েশন কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও একবার জাগিয়ে দিল—প্রতিটি যাত্রা যেন হয় শুধু গন্তব্যের দিকে নয়, নিরাপদ ভবিষ্যতের দিকে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।