দিল্লির সাউদার্ন রিজ অঞ্চলে রাস্তা চওড়া করতে গিয়ে যেভাবে অবৈধভাবে একের পর এক গাছ কাটা হয়েছে, তা নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত। আদালতের পূর্ব অনুমতি ছাড়াই এই কাজ করায় দিল্লি উন্নয়ন পর্ষদ (DDA)-এর বিরুদ্ধে ‘Contempt of Court’ বা আদালত অবমাননার রায় দিল সুপ্রিম কোর্ট।
এই ঘটনার মাধ্যমে দিল্লির এক সংবেদনশীল পরিবেশগত অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের। আর তাই কেবল সতর্ক করেই নয়, দায়ী আধিকারিকদের বিরুদ্ধে আর্থিক জরিমানারও নির্দেশ দিয়েছে বিচারপতির বেঞ্চ।
প্রত্যেক দায়ী DDA আধিকারিককে ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ
শীর্ষ আদালত জানিয়েছে, যারা গাছ কাটার অনুমতি ছাড়াই এই কার্যকলাপ চালিয়েছেন, সেই সমস্ত DDA আধিকারিকদের প্রত্যেককে ২৫,০০০ টাকা করে জরিমানা দিতে হবে। আদালতের স্পষ্ট বক্তব্য—এভাবে দেশের পরিবেশ এবং আদালতের নির্দেশ উপেক্ষা করে কোনও কাজ চলতে পারে না।
তিন সদস্যের বিশেষ কমিটি গঠন, শুরু হবে নতুন সবুজায়নের কাজ
শুধু ধমকেই থেমে থাকেনি আদালত। একধাপ এগিয়ে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই কমিটি দিল্লির সবুজ পরিসর বাড়ানোর জন্য একটি বিস্তারিত ‘অ্যাফরেস্টেশন প্ল্যান’ (Afforestation Plan) তৈরি করবে। এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পড়বে DDA এবং দিল্লি সরকারের উপর। তাদের যৌথভাবে কাজ করে সাউদার্ন রিজ-সহ রাজধানীর বিভিন্ন অঞ্চলে পরিবেশ পুনরুদ্ধারের কাজ করতে হবে।
দিল্লির সবুজ ঢাকাকে ফেরাতে চাইলে প্রয়োজন দায়িত্ববান প্রশাসন—মন্তব্য আদালতের
সুপ্রিম কোর্ট বলেছে, রাজধানীর মতো এক বড় শহরে যেখানে দূষণের মাত্রা প্রতিনিয়ত উদ্বেগজনক হয়ে উঠছে, সেখানে গাছ কাটার মতো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবেশগত প্রভাব কতটা গভীর হতে পারে, তা বুঝে পদক্ষেপ নেওয়া জরুরি। কোনও পরিস্থিতিতেই আদালতের নির্দেশ অমান্য করে কাজ করলে তা কঠোরভাবে দেখা হবে।
এই রায় শুধু DDA-র জন্যই নয়, সমস্ত সরকারি সংস্থা এবং নাগরিকদের জন্যও সতর্কবার্তা। আদালত এই বার্তা দিয়েছে যে, পরিবেশ রক্ষার প্রশ্নে কোনওরকম অবহেলা বা অবজ্ঞা মেনে নেওয়া হবে না।
Supreme Court holds that DDA conduct of illegal felling trees in Southern Ridge of Delhi to a widen road was contemptuous and issues detailed directions for remedial measures needed by DDA and Delhi government.
SC says an apex court constituted a three-member Committee to… pic.twitter.com/j3Q1sXcI9Q
— ANI (@ANI) May 28, 2025