পাকিস্তান এতদিন ছিল দাউদ ইব্রাহিমের সবচেয়ে নিরাপদ ঘাঁটি। বারবার ভারতের চেষ্টার পরেও তাকে হাতে পায়নি দিল্লি। কিন্তু পরিস্থিতি বদলেছে। সম্প্রতি ভারতের পক্ষ থেকে চালানো পাল্টা হামলার জেরে পাকিস্তানেই আর নিরাপদ বোধ করছেন না মুম্বই হামলার মূল চক্রী দাউদ।
সূত্র বলছে, দেশ ছেড়েছেন দাউদ
বিশ্বস্ত সূত্রের দাবি, ভারতের সামরিক প্রতিক্রিয়ার ঠিক পরের রাতেই পাকিস্তান ছেড়েছেন দাউদ ইব্রাহিম। আপাতত অন্য কোনও দেশে গা ঢাকা দিয়েছেন তিনি। তাঁর ডান হাত ছোটা শাকিলও নাকি আত্মগোপনে চলে গেছে।
তিন দশকের শেষ অধ্যায়
দাউদ ও তার ঘনিষ্ঠরা পাকিস্তানে প্রায় তিন দশক ধরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই ছিল তাদের অপারেশনাল বেস। কিন্তু এবার সেই বেস ছেড়ে পালাতে বাধ্য হলেন তিনি।
কেন এত আতঙ্ক?
ভারতের সামরিক শক্তি যে আর আগের মতো সীমাবদ্ধ নয়, সেটা বুঝে গিয়েছেন দাউদ ও তাঁর ঘনিষ্ঠ মহল। প্রতিশোধে ভয় পাচ্ছে পাকিস্তানও—এটা স্পষ্ট। সূত্রের খবর, পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা শিবিরও এখন দাউদের অবস্থান সম্পর্কে অন্ধকারে।