ঐশ্বর্য রাই বচ্চনের নাম শুনলেই চোখে ভাসে এক রূপসী অভিনেত্রীর ছবি, যিনি শুধুই বলিউডের নয়, আন্তর্জাতিকভাবে এক পরিচিত মুখ। তবে শুধুই অভিনয় নয়, বিভিন্ন সময়ে তাঁকে দেখা গেছে ব্যক্তিগত অনুষ্ঠানে অতিথি হিসেবেও। এমনটাই হয় অনেক বলিউড তারকার ক্ষেত্রেই। আর এসব নিমন্ত্রণের পিছনে যে বিশাল অঙ্কের অর্থ জড়িত থাকে, তাও কারও অজানা নয়।
২০০৮ সালের ঘটনা, পাকিস্তানের রাষ্ট্রপতির বিশেষ ইচ্ছা?
শোনা যায়, ২০০৮ সালে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি নাকি ছিলেন ঐশ্বর্যের বড় ভক্ত। সেই টান থেকেই এক বিশেষ অনুষ্ঠানে ঐশ্বর্যকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানটি রাষ্ট্রপতি ভবনেই হয়েছিল বলেই দাবি। গুঞ্জন এমনই যে, সেই এক রাতের অতিথির জন্য খরচ হয়েছিল ১০ কোটি টাকা! যদিও এই দাবির কোনও সরকারি প্রমাণ এখনও মেলেনি।
কোনও ছবি, ভিডিও প্রকাশ্যে আসেনি কেন?
এই ঘটনার কোনও ছবি বা ভিডিও আজও প্রকাশ্যে আসেনি। এমনকি ঐশ্বর্য নিজেও কখনও এই প্রসঙ্গে মুখ খোলেননি। তবে বলিউড মহলে দীর্ঘদিন ধরেই এই গুজব ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ বলেন, হয়তো নিরাপত্তাজনিত কারণে বিষয়টি একেবারেই গোপন রাখা হয়েছিল।
এক রাত, ১০ কোটি! কতটা বিশ্বাসযোগ্য?
এক রাতের জন্য ১০ কোটি টাকা? শুনতে অবিশ্বাস্য লাগলেও, বলিউড তারকাদের আন্তর্জাতিক ইভেন্টে হাজির হওয়ার জন্য এমন বিপুল অঙ্কের অফার যে থাকে, তা বলিউড সংশ্লিষ্ট অনেকেই স্বীকার করেন। বিশেষ করে ঐশ্বর্য রাইয়ের মতো তারকা, যিনি মিস ওয়ার্ল্ড হওয়ার পর থেকেই আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়, তাঁর ক্ষেত্রে এমন ঘটনা একেবারেই অসম্ভব নয়।
চর্চা থেমে যায়নি এখনও
যদিও পুরো ঘটনাটি নিয়ে স্পষ্ট কোনও দলিল নেই, তবুও আজও বলিউডপাড়ায় এই নিয়ে কানাঘুষো থামেনি। অনেকেই বলেন, ঐশ্বর্য চাইলে সে সময় মুখ খুলতে পারতেন, কিন্তু তিনি নিশ্চুপ থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।