TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

চীনের গুটিযুক্ত ঘুঁটি, এবার ভারতেই আইফোন! ১.৫ বিলিয়ন ডলারের বড় সিদ্ধান্ত অ্যাপলের নির্মাতার

অ্যাপলের আইফোন নির্মাতা হোন হাই প্রেসিশন ইন্ডাস্ট্রি এবার ভারতে ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে। চীন থেকে সরিয়ে ভারতে আসছে প্রোডাকশন ইউনিট।

Debapriya Nandi Sarkar

দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে বড় সিদ্ধান্ত নিল অ্যাপলের মূল আইফোন নির্মাতা সংস্থা হোন হাই প্রেসিশন ইন্ডাস্ট্রি। তাইওয়ানের এই সংস্থা এবার সরাসরি ভারতে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে। চীন থেকে প্রোডাকশন ইউনিট সরিয়ে ভারতের দিকে পা বাড়াচ্ছে তারা। ফলে ভারতীয় প্রযুক্তি ক্ষেত্রে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

চীন ছাড়ছে অ্যাপল?

বহুদিন ধরেই জল্পনা চলছিল—চীনে অতিরিক্ত নিয়ন্ত্রণ, রাজনৈতিক টানাপোড়েন এবং শ্রম আইনের জটিলতা থেকে বাঁচতেই নতুন ঘাঁটি খুঁজছে হোন হাই। অবশেষে সেই জল্পনাই সত্যি হতে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, তারা ভারতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং খুব শীঘ্রই নতুন প্রোডাকশন ইউনিট চালু করবে।

ভারত থেকেই যাবে আমেরিকায় আইফোন

সম্প্রতি অ্যাপল জানিয়েছে, তারা চায় মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া আইফোনগুলো ভারত থেকেই ইম্পোর্ট করা হোক। এই ঘোষণার পরেই যেন আরও জোরালো হয়েছে হোন হাই-এর এই পদক্ষেপ। সবকিছু ঠিকঠাক চললে আগামী বছর থেকেই ভারতে শুরু হয়ে যেতে পারে প্রোডাকশন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

ভারতের জন্য এটি শুধু বিনিয়োগ নয়, ভবিষ্যতের দিশা

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ শুধু কর্মসংস্থান নয়, ভারতের ম্যানুফ্যাকচারিং সক্ষমতার উপর আন্তর্জাতিক আস্থারও প্রতীক। বিশ্ববাজারে ভারতের অবস্থান যে দ্রুত বদলাচ্ছে, এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রযুক্তি শিল্পে এখন একটাই আলোচনা—“চীন নয়, এবার ভারতই আইফোনের ভবিষ্যৎ!”