সীমান্তে বাড়তে থাকা ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে দেশের বিভিন্ন রাজ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেই তালিকায় মহারাষ্ট্রও রয়েছে শীর্ষে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস জানিয়েছেন, অভ্যন্তরীণ ও উপকূলবর্তী নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যেই একাধিক স্তরে ব্যবস্থা নেওয়া হয়েছে। সব রকম পরিস্থিতির জন্য তৈরি রাজ্য প্রশাসন, জানালেন তিনি।
নৌসেনা, কোস্টগার্ড, পুলিশ—সবাই অ্যালার্ট মোডে
ফড়নবীস বলেন, “বর্তমানে রাজ্যে সমস্ত নিরাপত্তা সংস্থা—পুলিশ, কোস্ট গার্ড ও নৌসেনা—অ্যালার্ট মোডে রয়েছে। আমরা নিয়মিত নিরাপত্তা মহড়া চালাচ্ছি এবং প্রতিটি স্তরে SOP (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) মেনে ব্যবস্থা নিচ্ছি।”
‘ওয়ার বুক’ অনুযায়ী চলছে পদক্ষেপ
সংকট মোকাবিলায় কেন্দ্রীয় নির্দেশিকা মেনেই কাজ করছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর কথায়, “ওয়ার বুক অনুযায়ী আমাদের যা করণীয়, আমরা তা করছি। এই মুহূর্তে সর্বোচ্চ প্রস্তুতিতে আছি আমরা।”
অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক
তিনি আরও জানান, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও থাকবেন। তিনি বলেন, “যেকোনও আশঙ্কাজনক পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা তৈরি। রাজ্যবাসীকে উদ্বিগ্ন না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।”
উপকূলবর্তী এলাকায় বিশেষ নজর
উল্লেখ্য, মহারাষ্ট্র উপকূল বরাবর বিস্তীর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। মুম্বই, রায়গড়, সিন্ধুদুর্গ, রত্নাগির মতো উপকূলবর্তী জেলাগুলিতে অতিরিক্ত টহলদারি চালাচ্ছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।