ECI Voter card : ভোটার আইডি হাতে পেতে আর মাসের পর মাস অপেক্ষা নয়। মাত্র ১৫ দিনের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে EPIC কার্ড, এমনই দ্রুততর পরিষেবা চালু করল ভারতীয় নির্বাচন কমিশন। ১৮ জুন ২০২৫ থেকে এই নতুন সিস্টেম কার্যকর হয়েছে দেশের সর্বত্র। নাগরিকদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা ও পরিচয়পত্র হাতে পাওয়ার প্রক্রিয়াকে আরও গতিময় ও স্বচ্ছ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। নতুন এই নিয়মে আবেদনকারী এখন তাদের ভোটার আইডি কার্ডের অবস্থান রিয়েল টাইমে ট্র্যাক করতে পারবেন এবং প্রতিটি পর্যায়ের আপডেট SMS-এ পেয়ে যাবেন।
কীভাবে কাজ করবে নতুন ব্যবস্থা?
নতুন SOP অনুযায়ী, ভোটার কার্ড তৈরি থেকে ডেলিভারি পর্যন্ত সমস্ত পর্যায় ECINet প্ল্যাটফর্ম এবং ভারতীয় ডাক বিভাগের API-র মাধ্যমে সংযুক্ত থাকবে। এর ফলে সিস্টেমটি পুরোপুরি ডিজিটাল এবং ট্র্যাকযোগ্য।
-
আবেদনের পর প্রতিটি স্টেপে SMS-এর মাধ্যমে তথ্য জানানো হবে।
-
আগের যেখানে ৩০ থেকে ৪৫ দিন লাগত, সেখানে এখন মাত্র ১৫ দিনের মধ্যেই ভোটার কার্ড পৌঁছে যাবে আবেদনকারীর ঠিকানায়।
-
এই পরিষেবা দেশের সব অঞ্চলেই প্রযোজ্য হবে।
কোথা থেকে আবেদন ও ট্র্যাক করবেন?
ভোটার আইডির জন্য আবেদন ও স্ট্যাটাস ট্র্যাকিং NVSP (National Voters’ Services Portal)-এর মাধ্যমে করা যাবে। আবেদন প্রক্রিয়া আগের মতোই সহজ এবং নাগরিকদের আধার ও ঠিকানা যাচাইয়ের মাধ্যমে সুরক্ষিত।
নির্বাচন কমিশনের National Voters’ Services Portal (NVSP) ওয়েবসাইটে গিয়ে কয়েকটি ধাপেই ফর্ম পূরণ করে ভোটার কার্ডের জন্য আবেদন করা যাবে।
- ব্রাউজারে টাইপ করুন https://voters.eci.gov.in।
- মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে সাইন আপ করুন। CAPTCHA পূরণ করে OTP অনুরোধ করুন।
- নাম ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন এবং OTP যাচাই করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- লগ ইন করে “Fill Form 6” নির্বাচন করুন। এরপর নিজের ব্যক্তিগত তথ্য, ঠিকানা, আত্মীয় সম্পর্কিত তথ্য দিন।
- বয়স, নাগরিকত্ব ও ঠিকানার যাচাইযোগ্য নথি আপলোড করুন।
- আবেদন সাবমিট করার আগে পুরো ফর্মটি ভালভাবে দেখে নিন। ভুল থাকলে ঠিক করে Submit করুন।
ভোটার কার্ডের আবেদনের পর অনেকেই স্ট্যাটাস জানতে চান। এখন তা খুব সহজেই অনলাইনে জানা যাবে।
- আবার যান NVSP ওয়েবসাইটে: https://voters.eci.gov.in
- নিজের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
- মেনু থেকে “Track Application Status” বেছে নিন।
- আপনার reference number, ফর্ম-৬ পূরণের সময় পাওয়া নম্বর দিন।
- রাজ্যের নাম নির্বাচন করে Submit করলেই স্ক্রিনে দেখা যাবে আপডেটেড স্ট্যাটাস।
কেন এই পরিবর্তন?
নির্বাচন কমিশনের মতে, সময়মতো পরিচয়পত্র না পেলে অনেক নাগরিক ভোটাধিকার প্রয়োগে সমস্যায় পড়েন। এমন পরিস্থিতি এড়াতে ও নাগরিক পরিষেবার মান উন্নত করতেই এই উদ্যোগ। এই পরিবর্তনের ফলে দেশের কোটি কোটি ভোটারের অভিজ্ঞতা বদলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, ভোটার তালিকায় ভুল সংশোধন বা নতুন নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রেও এই দ্রুত সিস্টেম উপকারী হবে।