TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

FASTag Annual Pass : মাত্র ₹৩,০০০-এ সারাবছর… ১৫ অগাস্ট থেকে শুরু FASTag Annual Pass, জেনে নিন বিস্তারিত

১৫ অগাস্ট ২০২৫ থেকে চালু হচ্ছে FASTag বার্ষিক পাস। ₹৩,০০০-তে এক বছরের জন্য ২০০টি হাইওয়ে যাত্রা কভার করা যাবে। এই পাস শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির জন্য প্রযোজ্য এবং রাজমার্গ যাত্রা অ্যাপ থেকে একটিভেশন সম্ভব।

Debapriya Nandi Sarkar

FASTag Annual Pass : হাইওয়েতে নিয়মিত যাতায়াত করেন? বারবার টোল পেমেন্ট করতে করতে বিরক্ত? তবে আপনার জন্য সুখবর এনেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে মাত্র ₹৩,০০০ খরচ করেই এক বছরের জন্য হাইওয়েতে ২০০টি যাত্রা সম্পূর্ণভাবে কভার করা যাবে। ১৫ আগস্ট ২০২৫ থেকে এই FASTag Annual Pass চালু হচ্ছে সারা দেশে। সরকারি সূত্রে জানানো হয়েছে, ব্যক্তিগত নন-কমার্শিয়াল গাড়ির মালিকরা এই পাস কিনতে পারবেন। প্রতি ট্রিপে যেখানে গড়ে ₹১০০–₹১২০ পর্যন্ত খরচ হয়, সেখানে এই পাস ব্যবহারে প্রতিটা যাত্রার গড় খরচ ₹১৫ থেকে ₹৬০-এর মধ্যে সীমিত থাকবে। যা বছরে গাড়িচালকদের জন্য প্রায় ₹৭,০০০ পর্যন্ত সাশ্রয়ের সম্ভাবনা তৈরি করছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কীভাবে কাজ করবে এই বার্ষিক পাস?

এই পাস শুধুমাত্র ন্যাশনাল হাইওয়ে ও এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় প্রযোজ্য হবে। রাজ্য বা স্টেট হাইওয়ে টোল প্লাজায় এটি ব্যবহার করা যাবে না।

  • পাসটি একবার কিনলে সেটি একটি নির্দিষ্ট গাড়িতেই প্রযোজ্য থাকবে। এটি অন্য গাড়িতে ব্যবহার করা যাবে না (non-transferable)।

  • প্রতিটি ওপেন টোল প্লাজা পার হওয়া মানে একটি ট্রিপ গণ্য হবে। ক্লোজড প্লাজায় এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত পুরো রুটটিও একটি ট্রিপ ধরা হবে।

  • FASTag-এর যেটি বর্তমানে ব্যবহার করা হচ্ছে, তার সাথেই এই বার্ষিক পাস রিচার্জ বা লিংক করে নেওয়া যাবে। নতুন কোনও ট্যাগ নেওয়ার দরকার পড়বে না।

কোথা থেকে কেনা যাবে এই পাস?

এই পাস ঐচ্ছিক, অর্থাৎ চাইলে আগের মতো টোল কাটার নিয়মই ব্যবহার করতে পারেন। তবে পাসটি সক্রিয় বা নবীকরণ (activation/renewal) করতে গেলে যেতে হবে Rajmarg Yatra মোবাইল অ্যাপ অথবা NHAI বা MoRTH-এর অফিশিয়াল ওয়েবসাইটে। এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে গ্রাহক নিজের ট্যাগে পাস অ্যাড করতে পারবেন এবং ব্যবহৃত ট্রিপ, বাকি ট্রিপ—সবকিছুর লাইভ আপডেট দেখতে পাবেন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য কী?

হাইওয়েতে যানজট, লাইনে দাঁড়িয়ে টোল প্রদানের ঝামেলা এবং নগদ লেনদেন কমাতেই সরকারের এই পদক্ষেপ। FASTag ইতিমধ্যেই বাধ্যতামূলক করা হয়েছে, আর এবার সেই ব্যবস্থাকেই আরও প্রগতিশীল ও সাশ্রয়ী করে তুলতেই বার্ষিক পাস চালু করল কেন্দ্র। সরকার আশা করছে, এই পদক্ষেপ সাধারণ গাড়িচালকদের সময় ও অর্থ দুই-ই বাঁচাবে। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আরও বিস্তার ঘটবে।