ভারত-পাকিস্তান সীমান্তে চলা উত্তেজনার মধ্যে দেশের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্র। সেই কারণে এবার কড়া পদক্ষেপ নিল DGCA (ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)। নির্দেশিকা অনুযায়ী, দেশের পশ্চিম সীমান্ত লাগোয়া বিমানবন্দর থেকে যাত্রা বা গন্তব্যস্থল হলে, বিমান টেক অফ ও ল্যান্ডিংয়ের সময় জানলার পর্দা অর্থাৎ শেড সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
১০ হাজার ফুটের নিচে খুলবে না জানলার শেড
নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে, যতক্ষণ না বিমান ১০ হাজার ফুটের ওপরে উঠছে, ততক্ষণ পর্যন্ত কোনও যাত্রী জানলার শেড খুলতে পারবেন না। একই নিয়ম অবতরণের সময়ও কার্যকর থাকবে। শুধুমাত্র ইমারজেন্সি এক্সিট জানলার শেড খোলা রাখা যাবে—এই একমাত্র ব্যতিক্রম।
ভিডিও তোলা বা ছবি তোলায় নিষেধাজ্ঞা
উঠানামার সময় জানলা দিয়ে কোনও রকম ছবি বা ভিডিও তোলাতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। DGCA মনে করছে, এই ভিডিও বা ছবি থেকেও সামরিক ঘাঁটির স্পর্শকাতর তথ্য বাইরে চলে যেতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক।
কোন কোন বিমানবন্দরে লাগু এই নিয়ম?
এই নিয়ম কার্যকর হচ্ছে এমন কিছু গুরুত্বপূর্ণ বিমানবন্দরের নাম উল্লেখ করা হয়েছে—লেহ, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, আদমপুর, চণ্ডীগড়, জয়সলমের, আগ্রা, হিন্ডন, কানপুর, মহারাজপুর, গোরখপুর, ভূজ, লোলেগাঁও, গোয়া (ডাবোলিম), ভাইজাগ সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক-অসামরিক বিমানঘাঁটি।
‘অপারেশন সিঁদুর’-এর পর নিরাপত্তা বাড়ানো জরুরি
সূত্রের খবর, ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের একাধিক হামলার লক্ষ্যে ছিল ভারতের সীমান্তবর্তী বিমানঘাঁটিগুলি। যদিও প্রতিটি হামলার জবাবই দিয়েছে ভারতীয় সেনা। কিন্তু সেই অভিজ্ঞতা থেকেই এবার আগেভাগেই নিরাপত্তা জোরদার করছে DGCA ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।