সন্ত্রাসবাদ নিয়ে ভারত কতটা কঠোর অবস্থানে আছে, তা গোটা বিশ্বের সামনে তুলে ধরতেই এবার বিদেশ সফরে গেল এক গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল। পাঁচটি দেশ—রাশিয়া, স্লোভেনিয়া, গ্রিস, লাটভিয়া ও স্পেন—এই দেশগুলোর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে ভারতের বার্তা পৌঁছে দিচ্ছেন ছয়জন সাংসদ ও এক প্রাক্তন কূটনীতিক।
ছয় সাংসদের শক্তিশালী টিম
এই ছয় সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন—সমাজবাদী পার্টির রাজীব রায়, বিজেপির অবসরপ্রাপ্ত কর্নেল ব্রিজেশ চৌটা, আম আদমি পার্টির অশোক কুমার মিত্তল, রাষ্ট্রীয় জনতা দলের প্রেমচন্দ গুপ্ত এবং ভারত সরকারের প্রাক্তন রাষ্ট্রদূত মঞ্জীব এস পি পুরী।
তাঁরা বিভিন্ন দেশের কূটনীতিক ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। মূল উদ্দেশ্য, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে নিরবচ্ছিন্ন লড়াই চালিয়ে যাচ্ছে, তা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা।
আন্তর্জাতিক সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা
এই সফর শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধেই নয়, বরং এর মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ককেও আরও মজবুত করতে চাইছে ভারত। প্রতিটি দেশে আলাদা আলাদা মিটিং-এর মাধ্যমে আলোচনার টেবিলে উঠে আসছে ভারতীয় নিরাপত্তা, কূটনীতি এবং আঞ্চলিক শান্তির প্রসঙ্গ।
কেন এত গুরুত্বপূর্ণ এই সফর?
বর্তমানে বিশ্বের নানা প্রান্তে নতুন করে সন্ত্রাসের ছায়া ঘনাচ্ছে। আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য, এমনকি ইউরোপেও আতঙ্কের বাতাবরণ রয়েছে। এই প্রেক্ষাপটে ভারত বিশ্বের সামনে বোঝাতে চাইছে, সে শুধুই নিজেকে রক্ষা করছে না, বরং শান্তির বার্তা নিয়েও এগিয়ে চলেছে।
এই সফর ভারতের অবস্থান আরও স্পষ্ট করবে—ভারত চায় শান্তি, কিন্তু সন্ত্রাসে কোনও ছাড় নয়
Correction: The delegation is visiting Russia, Slovenia, Greece, Latvia and Spain to showcase and India’s continued fight against terrorism. This 6*-member delegation also includes SP MP Rajeev Rai, BJP MP Captain Brijesh Chowta (Retd), AAP MP Ashok Kumar Mittal, RJD MP Prem…
— ANI (@ANI) May 25, 2025