TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বের দরবারে ভারত! কোন ৬ নেতা গেলেন বিদেশ সফরে?

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে রাশিয়া, গ্রিস সহ পাঁচটি দেশে গুরুত্বপূর্ণ সফরে গেলেন ছয় সাংসদের প্রতিনিধি দল। কারা রয়েছেন এই দলে?

Debapriya Nandi Sarkar

সন্ত্রাসবাদ নিয়ে ভারত কতটা কঠোর অবস্থানে আছে, তা গোটা বিশ্বের সামনে তুলে ধরতেই এবার বিদেশ সফরে গেল এক গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল। পাঁচটি দেশ—রাশিয়া, স্লোভেনিয়া, গ্রিস, লাটভিয়া ও স্পেন—এই দেশগুলোর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে ভারতের বার্তা পৌঁছে দিচ্ছেন ছয়জন সাংসদ ও এক প্রাক্তন কূটনীতিক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ছয় সাংসদের শক্তিশালী টিম

এই ছয় সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন—সমাজবাদী পার্টির রাজীব রায়, বিজেপির অবসরপ্রাপ্ত কর্নেল ব্রিজেশ চৌটা, আম আদমি পার্টির অশোক কুমার মিত্তল, রাষ্ট্রীয় জনতা দলের প্রেমচন্দ গুপ্ত এবং ভারত সরকারের প্রাক্তন রাষ্ট্রদূত মঞ্জীব এস পি পুরী।

তাঁরা বিভিন্ন দেশের কূটনীতিক ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। মূল উদ্দেশ্য, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে নিরবচ্ছিন্ন লড়াই চালিয়ে যাচ্ছে, তা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বের দরবারে ভারত! কোন ৬ নেতা গেলেন বিদেশ সফরে?

আন্তর্জাতিক সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা

এই সফর শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধেই নয়, বরং এর মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ককেও আরও মজবুত করতে চাইছে ভারত। প্রতিটি দেশে আলাদা আলাদা মিটিং-এর মাধ্যমে আলোচনার টেবিলে উঠে আসছে ভারতীয় নিরাপত্তা, কূটনীতি এবং আঞ্চলিক শান্তির প্রসঙ্গ।

কেন এত গুরুত্বপূর্ণ এই সফর?

বর্তমানে বিশ্বের নানা প্রান্তে নতুন করে সন্ত্রাসের ছায়া ঘনাচ্ছে। আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য, এমনকি ইউরোপেও আতঙ্কের বাতাবরণ রয়েছে। এই প্রেক্ষাপটে ভারত বিশ্বের সামনে বোঝাতে চাইছে, সে শুধুই নিজেকে রক্ষা করছে না, বরং শান্তির বার্তা নিয়েও এগিয়ে চলেছে।

এই সফর ভারতের অবস্থান আরও স্পষ্ট করবে—ভারত চায় শান্তি, কিন্তু সন্ত্রাসে কোনও ছাড় নয়

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।