TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

হম্বিতম্বি নয়, এবার পথে নামল বাংলাদেশ! ভারতের সিদ্ধান্তে কাঁপছে ৬৫০০ কোটি টাকার বাণিজ্য

ভারতের এক কঠিন সিদ্ধান্তে বন্ধ হল সীমান্তে বাংলাদেশি পণ্যের প্রবেশ। ক্ষতির মুখে পড়ল ৬৫০০ কোটি টাকার বাণিজ্য। আলোচনায় বসতে মরিয়া ইউনূস সরকার।

Debapriya Nandi Sarkar

ভারত সরকারের নতুন নির্দেশে বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী রাজ্যগুলিতে বাংলাদেশি একাধিক পণ্যের আমদানি পুরোপুরি বন্ধ করে দিল দিল্লি। ফলে রীতিমতো অচলাবস্থার মুখে পড়েছে দুই দেশের মধ্যে চলা ৬৫০০ কোটি টাকার বাণিজ্য।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি সীমান্তে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে সূত্রের খবর।

কোন কোন পণ্যে পড়ল নিষেধাজ্ঞা?

এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশের তৈরি রেডিমেড পোশাক, ফল, কার্বনেটেড পানীয়, তুলো, সুতো, প্লাস্টিকের জিনিসপত্র এবং কাঠের আসবাবপত্র। তবে কিছু পণ্য—যেমন মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চুনাপাথর—এখনও সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

চাপে ইউনূস সরকার, আলোচনার ইঙ্গিত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, “ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে যদি কোনো সমস্যা থাকে, আলোচনার মাধ্যমে তার সমাধান চাই আমরা।”

একদিনে তৈরি হয়নি এই টানাপোড়েন

এই বাণিজ্যিক সংকট হঠাৎ করে তৈরি হয়নি। গত বছর শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যেতে থাকে। দিল্লির অভিযোগ, ইউনূস সরকারের আমলে সংখ্যালঘুদের উপর আক্রমণ বেড়েছে। সেই সঙ্গে চিন সফরে গিয়ে ভারতবিরোধী মন্তব্যও করেছেন ইউনূস।

তদুপরি, বাংলাদেশ সম্প্রতি ভারতের সুতো আমদানি বন্ধেরও চেষ্টা করেছিল। সব মিলিয়ে ভারত আর চুপ না থেকে এবার সরাসরি কড়া পদক্ষেপ নিল।

বাংলাদেশের বাণিজ্য বিপর্যয়ের মুখে

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের রিপোর্ট বলছে, সীমান্তের এই পণ্যের আমদানির মাধ্যমে বছরে বাংলাদেশ ভারতের বাজার থেকে প্রায় ৬৫০০ কোটি টাকা আয় করত। সেই আয়ের রাস্তা এখন কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে ব্যবসা মুখ থুবড়ে পড়েছে পদ্মা পাড়ে।

যেখানে এক সময় ভারত-বাংলাদেশের মধ্যে আন্তরিক বাণিজ্যিক সম্পর্ক ছিল, আজ তা সংকটের মুখে। এই পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হয়, তা নির্ভর করছে দুই দেশের আলোচনার টেবিলে কী সিদ্ধান্ত হয় তার উপর। আপাতত দুই তরফেই চলছে চাপ ও পাল্টা চাপের খেলা।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।