TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

এবার আর রক্ষে নেই! ভারত-পাক যুদ্ধের মাঝেই হঠাৎ ময়দানে ট্রাম্প

কাশ্মীর হামলার জবাবে অপারেশন সিঁদুর চালাল ভারত। যুদ্ধ পরিস্থিতির মাঝে সামনে এলেন ডোনাল্ড ট্রাম্প, জানালেন শান্তি ফেরাতে প্রস্তুত তিনি। কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

Debapriya Nandi Sarkar

কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার জবাবে ভারত চালিয়েছে প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন সিঁদুর’। সেই অভিযানে মাত্র ২৫ মিনিটে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি। অন্তত ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার সামনে এলেন ডোনাল্ড ট্রাম্প।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

আমি দু’পক্ষকেই চিনি, সাহায্যের জন্য প্রস্তুত

সাম্প্রতিক এক বিবৃতিতে ট্রাম্প জানান, “ভারত ও পাকিস্তান—দুই দেশের সঙ্গেই আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যা চলছে তা ভয়ংকর। আমি চাই এই হিংসা বন্ধ হোক। আমি দু’পক্ষকেই সাহায্য করতে প্রস্তুত।”

ওয়াশিংটন থেকে হোয়াইট হাউসের তরফে প্রকাশিত বিবৃতিতে ট্রাম্প জানান, তাঁর মতে এই সংঘাত বহু শতাব্দীর পুরনো, কিন্তু দুই দেশ চাইলে শান্তির পথেই সমস্যা মেটাতে পারে। এর আগেও গাজা-ইজরায়েল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

অপারেশন সিঁদুর ছিল নির্ভুল ও কড়া জবাব

ভারতীয় সেনার দাবি, মঙ্গলবার রাতের অভিযানে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের একাধিক ঘাঁটি ধ্বংস হয়েছে। এই পুরো অভিযানের তদারকি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ মন্ত্রক ও সেনাবাহিনী এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই তথ্য প্রকাশ করে।

বিশ্ব জুড়ে উদ্বেগ, আলোচনায় ট্রাম্পের বার্তা

ভারতের এই কড়া জবাব নিয়ে যেমন দেশের মধ্যে সমর্থন দেখা যাচ্ছে, তেমনই আন্তর্জাতিক মহলে উঠছে উদ্বেগের সুর। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে নিজের ভূমিকা নিতে আগ্রহী আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, ট্রাম্পের মন্তব্যে অনেকেই আশার আলো দেখছেন। তবে বিশ্লেষকদের একাংশ বলছেন, ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কোনও রকম আপস নয়। ফলে এই মুহূর্তে মধ্যস্থতা কতটা সম্ভব, তা সময় বলবে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।