TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Breaking : কেঁপে উঠল পাকিস্তানের মাটি! পাক সীমান্তে ৯ জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন

‘অপারেশন সিঁদুর’— নামটা এখন আতঙ্ক পাকিস্তানের কাছে। সেনার গোপন অভিযানে একে একে গুঁড়িয়ে গেল জইশ ও লস্করের ঘাঁটি। কিন্তু এ তো কেবল শুরু...

Debapriya Nandi Sarkar

গত ২২শে এপ্রিল পহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে ৭ মার্চ গভীর রাতে ভারতীয় সেনাবাহিনী শুরু করল “অপারেশন সিঁদুর”। পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। এই ঘটনা গোটা দেশকে স্তব্ধ করেছে। তারই পাল্টা জবাব দিল এবার ভারতীয় সেনাবাহিনী।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

লক্ষ্য কেবলমাত্র সন্ত্রাসী ঘাঁটি

গভীর রাত থেকে এখনো পর্যন্ত পাকিস্তানের ৯টি ঘাটিতে হামলা চালানো হয়। লক্ষ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসবাদীর সংগঠনগুলো ধ্বংস করে দেওয়া। সেই মত অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৯টি পাকিস্তানি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস হয়েছে।

৯টি সন্ত্রাসে ঘাটে যেগুলোতে হামলা করা হয়েছে-

1. বাহাওলপুর – পাকিস্তানের ভেতরে প্রায় ১০০ কিমি ভিতরে অবস্থিত। এটি জইশ-ই-মোহাম্মদের সদর দফতর।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

2. মুরিদকে – লস্কর-এ-তইবার শক্ত ঘাঁটি, ৩০ কিমি ভিতরে।

3. গুলপুর – ৩৫ কিমি ভিতরে অবস্থিত সন্ত্রাসী ক্যাম্প।

4. সওয়াই ক্যাম্প – ৩০ কিমি ভিতরে অবস্থিত।

5. বিলাল ক্যাম্প – এই ক্যাম্পটির দূরত্ব নির্দিষ্ট করে জানা যায়নি, তবে তা সীমান্তের গভীরে।

6. কোটলি ক্যাম্প – ১৫ কিমি ভিতরে অবস্থিত।

7. বারনালা ক্যাম্প – ১০ কিমি ভিতরে।

8. সারজাল ক্যাম্প – ৮ কিমি ভিতরে।

9. মেহমুনা ক্যাম্প – ১৫ কিমি ভিতরে অবস্থিত।

ভারতীয় সেনা এই পুরো অভিযানের মাধ্যমে দেখিয়েছে তাদের অপার দক্ষতা ও নিয়ন্ত্রণ ক্ষমতা। ভারতের উপর হামলা হলে তার জবাব কতটা ভয়ংকর হতে পারে তারই প্রমাণ দিল ভারতীয় সেনাবাহিনী।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।