সম্প্রতি সমাপ্ত হওয়া ১০০ দিনের ‘টিবি মুক্ত ভারত অভিযান’-এর ফলাফল পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়কালে দেশের বিভিন্ন উচ্চ-ঝুঁকিপূর্ণ জেলায় প্রায় ১২.৯৭ কোটি মানুষকে স্ক্রিনিং করা হয়। তার মধ্য থেকে ধরা পড়ে ৭.১৯ লক্ষ নতুন টিবি আক্রান্ত, যার মধ্যে প্রায় ২.৮৫ লক্ষের মতো ছিলেন উপসর্গহীন—এটা স্বাস্থ্য দপ্তরের কাছে এক বড় চ্যালেঞ্জ ও সতর্কবার্তা।
যোগ দিলেন ১ লক্ষের বেশি সাধারণ মানুষ
এই অভিযানে সামিল হয়েছেন ১ লক্ষেরও বেশি নতুন সাধারণ মানুষ, যাঁরা টিবি রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন স্বেচ্ছায়। সরকারের মতে, এই মডেলটা গোটা দেশের জন্য এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে, যেখানে সরকার ও সাধারণ মানুষের সম্মিলিত চেষ্টায় সামাজিক রোগের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হচ্ছে।
কোন পেশার মানুষ বেশি ঝুঁকিতে?
প্রধানমন্ত্রী মোদী এই সময় এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, শহর বা গ্রামভিত্তিক রোগীর সংখ্যা বিশ্লেষণ করা দরকার। পাশাপাশি, কোন পেশার মানুষেরা বেশি আক্রান্ত হচ্ছেন তা-ও খতিয়ে দেখা প্রয়োজন। নির্মাণকর্মী, খনিশ্রমিক, টেক্সটাইল মিলের কর্মীরা টিবির ঝুঁকিতে রয়েছেন বলে মনে করছেন তিনি। তাই এই সব শ্রেণির মানুষকে আগেভাগে পরীক্ষা ও চিকিৎসার আওতায় আনার উপর জোর দিলেন তিনি।
প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীদের সঙ্গে যুক্ত হোক সাধারণ মানুষ
মোদী আরও বলেন, প্রযুক্তি উন্নত হচ্ছে, তাই সাধারণ মানুষদের টিবি রোগীদের সঙ্গে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করার উৎসাহ দেওয়া উচিত। এতে সহজ ও ইন্টার্যাক্টিভ প্রযুক্তি ব্যবহার করে রোগীদের রোগ ও চিকিৎসা সম্পর্কে বোঝানো আরও ফলপ্রসূ হতে পারে।
উল্লেখ্য, এই অভিযানের সাফল্য প্রমাণ করে, যখন সরকার এবং সাধারণ মানুষ একসাথে কাজ করেন, তখন সামাজিক রোগ নির্মূল করাও অসম্ভব নয়। প্রধানমন্ত্রী চান, এই ধরনের উদ্যোগ গোটা দেশে ছড়িয়ে দেওয়া হোক, যাতে এটি একটি সর্বব্যাপী আন্দোলনের রূপ ধারণ করে।
Prime Minister reviewed the recently concluded 100-Day TB Mukt Bharat Abhiyaan covering high-focus districts wherein 12.97 crore vulnerable individuals were screened; 7.19 lakh TB cases detected, including 2.85 lakh asymptomatic TB cases. Over 1 lakh new Ni-kshay Mitras joined…
— ANI (@ANI) May 13, 2025