সম্প্রতি ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, এবার ক্রিকেটীয় সম্পর্কেও টান পড়তে চলেছে। শুধু দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ নয়, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আর দেখা যাবে না ভারত-পাকিস্তান ম্যাচ—এমনটাই ইঙ্গিত মিলছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) তরফে।
বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ বাতিলের সম্ভাবনা
সূত্র বলছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানকে আলাদা গ্রুপে রাখা হতে পারে। এর ফলে হাই ভোল্টেজ ভারত-পাক ম্যাচ হওয়ার সম্ভাবনাই নেই। একমাত্র সেমিফাইনাল বা ফাইনালে দু’দল পৌঁছালে দেখা হবে মাঠে। তবে বর্তমানে সেই সম্ভাবনাও ক্ষীণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আইসিসি-র বার্ষিক বৈঠকে সিদ্ধান্ত হতে পারে
জানা যাচ্ছে, আগামী ১৭ থেকে ২০ জুলাই সিঙ্গাপুরে বসছে ICC-র বার্ষিক বৈঠক। সেখানেই এই গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সূত্রের খবর, ICC চেয়ারম্যান জয় শাহ এই সিদ্ধান্তে বড় ভূমিকা নিতে চলেছেন। পাকিস্তানের ‘আচরণ’ নিয়ে চূড়ান্ত অসন্তুষ্ট ভারত, ফলে ক্রিকেট থেকেও মুখ ফিরিয়ে নিতে চায় BCCI।
হাইব্রিড মডেলেই ছিল তিক্ততা
পূর্বে চ্যাম্পিয়নস ট্রফির সময় পাকিস্তান ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব দিয়েছিল, যা ভারত মানেনি। প্রতিটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যু দুবাইতে খেলেছিল ভারত। সেই থেকে সম্পর্ক আরও অবনতি হয়েছে। পহেলগাঁও হামলার পর তা চূড়ান্ত রূপ নেয়।
ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক, তবুও মুখোমুখি নয়?
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কায়। তবু পাকিস্তানের বিপক্ষে একটিও ম্যাচ খেলবে না টিম ইন্ডিয়া—এমন পরিকল্পনাই এগিয়ে রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তান অংশ নিলেও তাদের ম্যাচে নামার কথা ভাবছেই না ভারত।
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বহুদিনের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাক ক্রিকেট ম্যাচ হারাবে তার আগুনঝরা আবহ। এবার দেখার, ICC-র জুলাইয়ের বৈঠকে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়!