নয়াদিল্লি, ৭ মে, ২০২৫ — কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল হিন্দু পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার পাল্টা জবাবে ভারত মঙ্গলবার ভোররাতে চালালো ‘Operation Sindoor’। এই বিশেষ সামরিক অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। অভিযানের লক্ষ্য ছিল লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের মতো সংগঠনের ঘাঁটি, যারা পহেলগাম হামলার নেপথ্যে ছিল বলে ভারতের গোয়েন্দা সূত্রের দাবি।
Indian Armed Forces Carried Out Precision Strike At Terrorist Camps.#OperationSindoor pic.twitter.com/5dj2gCS9UC
— MyGovIndia (@mygovindia) May 6, 2025
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অপারেশন ছিল “সুনির্দিষ্ট, পরিমিত এবং অ-উত্তেজক”, অর্থাৎ পাকিস্তানের সামরিক স্থাপনায় কোনও হামলা চালানো হয়নি। মূল লক্ষ্য ছিল শুধুমাত্র জঙ্গি কার্যকলাপের ঘাঁটি এবং তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো।
India has launched #OperationSindoor, a precise and restrained response to the barbaric #PahalgamTerrorAttack that claimed 26 lives, including one Nepali citizen. Focused strikes were carried out on nine #terrorist infrastructure sites in Pakistan and Pakistan-occupied Jammu and…
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) May 6, 2025
হামলার মূল এলাকা ছিল মুজাফ্ফরাবাদ, কোটলি, এবং বাহাওয়ালপুর। জানা গিয়েছে, মাটির নিচে লুকিয়ে থাকা অস্ত্রভাণ্ডার এবং প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করেই বায়ুসেনা এবং ক্ষেপণাস্ত্র ইউনিট একযোগে হামলা চালায়। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এই অভিযানেই বহু জঙ্গি কম্যান্ডার এবং প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি নিহত হয়েছে।
Justice is Served.
Jai Hind! pic.twitter.com/Aruatj6OfA
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 6, 2025
অন্যদিকে, পাকিস্তান দাবি করেছে, এই ভারতীয় হামলায় তাদের তিনজন বেসামরিক নাগরিক, যার মধ্যে একটি শিশু রয়েছে, নিহত হয়েছে এবং আরও অন্তত ১২ জন আহত। ইসলামাবাদ আরও দাবি করেছে, দুটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে, যদিও ভারতের পক্ষ থেকে সেই দাবি অস্বীকার করা হয়েছে।
Ministry of Defence, Government of India: India has launched #OperationSindoor, a precise and restrained response to the barbaric #PahalgamTerrorAttack that claimed 26 lives, including one Nepali citizen. Focused strikes were carried out on nine #terrorist infrastructure sites in… pic.twitter.com/sCGgvxJDPy
— Rahul Shivshankar (@RShivshankar) May 6, 2025
এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাষ্ট্রসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দুই দেশের প্রতি সংযম বজায় রাখার এবং সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে।
#WATCH | #OperationSindoor | US President Trump’s first comments on Indian strikes inside Pakistan.
US President Donald Trump says “It’s a shame. We just heard about it as we were walking in the doors of the Oval. I guess people knew something was going to happen based on a… pic.twitter.com/tOkwAXspcO
— ANI (@ANI) May 6, 2025
বিশ্লেষকদের মতে, ‘Operation Sindoor’ কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি ভারতের তরফে একটি কৌশলগত বার্তা — সীমান্তপারে বসে পরিকল্পিত জঙ্গি কার্যকলাপের কোনও রকম ছাড় দেওয়া হবে না। কূটনৈতিক দিক থেকেও এই অভিযান পাকিস্তানকে চাপে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনার ফলে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখ এখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের দিকে।