দেশের নিরাপত্তা নিয়ে কোনওরকম আপোস নয় — সেই বার্তা দিতে এবার বড় সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। সম্প্রতি ইউটিউবার জ্যোতি মালহোত্রা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-কে তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরই নড়েচড়ে বসেছে পূর্ব রেল। স্টেশন ও প্ল্যাটফর্মে ছবি তোলা এবং ভিডিওগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইউটিউবারের ভিডিওতেই ধরা পড়েছিল স্পর্শকাতর ছবি
জানা গেছে, ইউটিউবার জ্যোতি মালহোত্রা একাধিক স্টেশনের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তার পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছিল শিয়ালদহ স্টেশন, দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন রেলপথ, এমনকি রেল সিগন্যালিং ব্যবস্থাও। রেল কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ভিডিওতে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ফুটে ওঠে, যা শত্রুপক্ষের হাতে পড়লে বিপদ বাড়তে পারে।
ট্রাভেল ব্লগারদের সতর্ক করল রেল
বিভিন্ন ট্রাভেল ব্লগ বা ইউটিউব চ্যানেলে স্টেশন, রেল সেতু, ট্র্যাক বিন্যাস—সবকিছুই ধরা পড়ে ভিডিওতে। এগুলি কোনও ইউটিউবার অজান্তেই শত্রুর হাতে তুলে দিচ্ছেন কিনা, তা নিয়ে উদ্বেগে রেল। তাই ভবিষ্যতের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা।
রেল জানিয়েছে, কেবলমাত্র সংবাদমাধ্যমের প্রতিনিধিরা নির্দিষ্ট সরকারি অনুষ্ঠানের সময় ভিডিও করতে পারবেন। সাধারণ ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটরদের আর অনুমতি দেওয়া হবে না।
নিরাপত্তা ইস্যুতে কোনও ছাড় নয়
রেলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে—এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ট্রেন, সিগন্যালিং সিস্টেম, স্টেশন পরিকল্পনা ইত্যাদি স্পর্শকাতর বিষয়। এগুলোর ভিডিও ভাইরাল হলে কোনও গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাই এই সিদ্ধান্ত একান্ত জরুরি।
রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপ দেশের নিরাপত্তার জন্য একটি বড় বার্তা। তথ্যপ্রযুক্তির এই যুগে কনটেন্ট তৈরি যতই জনপ্রিয় হোক না কেন, জাতীয় স্বার্থের প্রশ্নে কঠোর হতে হচ্ছে, বলেই জানানো হয়েছে।