আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এক নতুন পালা শুরু করল ভারত। জম্মু-কাশ্মীরে পাক জঙ্গি হানার প্রতিবাদ জানানোয় তালিবান সরকারের প্রশংসা করে এবার তাঁদের পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি ফোন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। এই প্রথম তালিবান সরকারের সঙ্গে ভারতের মন্ত্রীস্তরে সরাসরি কথা হলো। যখন দক্ষিণ এশিয়ার রাজনীতি তপ্ত হয়ে রয়েছে পাকিস্তানকে ঘিরে, সেই সময় তালিবান সরকারকে ভারতের ফোন করা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। শুধুই কি প্রশংসা জানিয়ে কথোপকথন হয়েছে নাকি আরো অন্য কথাবার্তাও হয়েছে? এই নিয়ে জাতীয় আন্তর্জাতিক স্তরে চলছে তুমুল আলোচনা।
পহেলগাঁও হামলা নিয়ে তালিবানের মোড় ঘোরানো অবস্থান!
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠীর হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন নিরীহ মানুষ। এই ঘটনার তীব্র নিন্দা জানায় আফগানিস্তানের তালিবান সরকার। সেটিকে গুরুত্ব দিয়ে দেখে ভারত, এবং তার প্রতিক্রিয়া হিসেবেই জয়শঙ্কর ফোন করেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিকে। ফোনালাপের কিছুক্ষণ পরেই জয়শঙ্কর ‘এক্স’-এ লেখেন— “আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলবি আমির খান মুত্তাকির সঙ্গে আজ সন্ধ্যায় কথা হলো। পহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আফগান জনগণের সঙ্গে আমাদের ঐতিহাসিক বন্ধুত্ব, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে।”
চাবাহার বন্দর ও ভারত-আফগান বাণিজ্যের ভবিষ্যৎ আলোচনায়
তালিবানের তরফে জানানো হয়, আলোচনায় উঠে এসেছে আফগান বন্দিদের মুক্তি, ভারতে চিকিৎসার জন্য ভিসার আবেদন ও ইরানের চাবাহার বন্দর সংক্রান্ত বিষয়ও। পাকিস্তান সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় চাবাহার এখন আফগানিস্তানের কাছে ভারতের সঙ্গে সংযোগের গুরুত্বপূর্ণ বিকল্প।
ভারত এখনও স্বীকৃতি দেয়নি, তবুও পরস্পরের প্রতি সহানুভূতি বাড়ছে
তালিবান সরকারকে এখনও সরকারিভাবে স্বীকৃতি না দিলেও ভারত আফগান জনগণের পাশে থেকেছে বরাবর। গম, ওষুধ, টিকা ও শীতবস্ত্র-সহ বিপুল পরিমাণ মানবিক সাহায্য পৌঁছে দিয়েছে ভারত। ভারতীয় দূতাবাসগুলিতেও ফের চালু হয়েছে সীমিত পরিষেবা, যাতে আফগান ছাত্র-রোগী-ব্যবসায়ীরা ভারত সফর করতে পারেন।
কূটনীতির নতুন যুগের সূচনা?
২০২১-এ তালিবান ক্ষমতায় ফেরার পর ভারতের সঙ্গে সম্পর্ক ধাপে ধাপে উষ্ণ হচ্ছে। গত মাসেই কাবুল সফর করেন ভারতীয় কূটনীতিক আনন্দ প্রকাশ। তার আগেও দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বিভিন্ন পর্যায়ে। এদিনের ফোনালাপ হয়তো সেই ধারারই আরও এক গুরুত্বপূর্ণ ধাপ। বিশ্বরাজনীতিতে ভারত-আফগান নতুন সংলাপের বার্তা দিয়ে গেল এই ঐতিহাসিক ফোনালাপ।