TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

১ জুলাই থেকে ATM থেকে ট্রেন—সব ক্ষেত্রেই আসছে নতুন খরচের চাপ

ট্রেন ভাড়া বৃদ্ধি, PAN-Aadhaar সংযোগ বাধ্যতামূলক, ATM ও ক্রেডিট কার্ড লেনদেনে অতিরিক্ত চার্জ—১ জুলাই ২০২৫ থেকে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক নিয়ম বদলাচ্ছে। আগেভাগে জেনে নিন সমস্ত খুঁটিনাটি।

Debapriya Nandi Sarkar

নতুন অর্থবর্ষের দ্বিতীয়ার্ধ শুরু হচ্ছে নিয়ম বদলের মধ্য দিয়ে। ১ জুলাই থেকে রেলভাড়া, ATM ট্রানজ্যাকশন চার্জ, ক্রেডিট কার্ড ফি-সহ একাধিক ক্ষেত্রে লাগু হতে চলেছে নতুন নিয়ম। এই নিয়মে যেমন আর্থিক লেনদেন আরও সুরক্ষিত ও নিয়ন্ত্রিত হবে, তেমনই সাধারণ মানুষের খরচও কিছুটা বাড়তে পারে বলেই আশঙ্কা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ট্রেনের ভাড়ায় সামান্য বৃদ্ধির সিদ্ধান্ত

ভারতীয় রেলে টিকিট ভাড়ায় সূক্ষ্ম পরিবর্তন আসতে চলেছে। নন-AC শ্রেণিতে কিলোমিটার প্রতি ১ পয়সা এবং AC শ্রেণিতে ২ পয়সা হারে ভাড়া বাড়বে। দীর্ঘ দূরত্বের যাত্রীদের ক্ষেত্রে এই বৃদ্ধি সামগ্রিকভাবে বড় অঙ্কে দাঁড়াতে পারে। তবে রেল বোর্ড জানিয়েছে, এই সামান্য মূল্যবৃদ্ধি রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোর উন্নয়ন খাতে ব্যয় করা হবে।

Tatkal টিকিট বুকিংয়ে নতুন নিয়ম

রেলের Tatkal বা তাৎক্ষণিক টিকিট বুকিংয়ে এবার থেকে বাধ্যতামূলক হচ্ছে OTP যাচাই। অর্থাৎ, ইউজারকে তাঁর মোবাইলে আসা OTP দিয়েই বুকিং সম্পন্ন করতে হবে। এতে আইডি-ভিত্তিক জালিয়াতি রোখার চেষ্টা করছে রেল। পাশাপাশি, এজেন্টরা প্রথম আধ ঘণ্টায় আর Tatkal টিকিট কাটতে পারবেন না, যা সাধারণ যাত্রীদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

PAN ও Aadhaar সংযোগ এখন বাধ্যতামূলক

নতুন প্যান কার্ডের আবেদন করলে Aadhaar জমা দেওয়া বাধ্যতামূলক হবে। যাঁদের পুরনো PAN রয়েছে, তাঁদেরও ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে PAN-Aadhaar সংযুক্ত করতে হবে, না হলে PAN নথিটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আয়কর দপ্তর এই নিয়ম কার্যকর করে আয়কর ফাইলিংয়ের তথ্য যাচাই আরও সহজ করতে চাইছে।

ICICI ব্যাংকের ATM লেনদেনে অতিরিক্ত চার্জ

ICICI ব্যাংকের গ্রাহকরা জুলাই থেকে তিনটি ফ্রি ট্রানজ্যাকশনের পর প্রতি আর্থিক লেনদেনে ₹২৩ ও অনার্থিক লেনদেনে ₹৮.৫ টাকা করে চার্জ দিতে হবে। যদিও মেট্রো শহরে ছয়টি লেনদেন পর্যন্ত এই সুবিধা মিলবে। অর্থাৎ ATM থেকে টাকা তোলার আগে এখন হিসেব করে পা ফেলতে হবে।

LPG ও জেট ফুয়েলের দামে পরিবর্তন

প্রতি মাসের ১ তারিখে তৈল সংস্থাগুলি LPG ও জেট ফুয়েলের দাম পর্যালোচনা করে। জুলাই মাসেও সেই নিয়মে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট বৃদ্ধি ঘোষণা হয়নি, তবে আন্তর্জাতিক বাজারের ওঠানামা অনুযায়ী পরিবর্তন আসা স্বাভাবিক।

HDFC ক্রেডিট কার্ড ব্যবহারেও অতিরিক্ত ফি

HDFC ক্রেডিট কার্ডধারীরা যদি UPI বা অন্য তৃতীয় পক্ষের অ্যাপে বিল পেমেন্ট করেন, তাহলে ১ জুলাই থেকে ১% অতিরিক্ত চার্জ দিতে হবে। এই সিদ্ধান্ত utility বিল ও ইলেকট্রিক বিল পেমেন্টেও প্রযোজ্য হবে। ফলে অনেকেই এখন থেকে বিল পেমেন্টে বিকল্প পদ্ধতি খুঁজতে পারেন।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।