একজন ভারতীয় ইনফ্লুয়েন্সার হঠাৎ করে পাকিস্তানের লাহোরে হাজির, চারপাশে ৬–৭ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী, সবার হাতে AK-47! এমনই দৃশ্য উঠে এসেছে স্কটিশ ইউটিউবার ক্যালাম মিল-এর একটি ভিডিওতে। ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি জ্যোতি নামের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যিনি আগে থেকে ভারতে পরিচিত ছিলেন। কিন্তু এবার তাঁর পাকিস্তান সফর এবং ঘিরে থাকা অতিরিক্ত নিরাপত্তা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন।
হরিয়ানা পুলিশের বিস্ফোরক অভিযোগ
এই ঘটনার তদন্তে নেমে হরিয়ানা পুলিশ জানিয়েছে, জ্যোতির বিরুদ্ধে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে। তাঁদের দাবি, জ্যোতি শুধু পাকিস্তানে ঘুরতে যাননি, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে যোগাযোগও রাখছিলেন এবং কিছু ‘সহযোগিতাও’ করেছেন।
হিসার পুলিশের তরফে জানানো হয়, “জ্যোতিকে VIP ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। এটি ISI-র একটি পরিচিত কৌশল, যেটি তারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবিত করতে ব্যবহার করে।”
ফোন খুলতেই চমক, ব্যাংকে লেনদেনে সন্দেহ
তদন্তে জ্যোতির ফোন ঘেঁটে পুলিশ একাধিক সন্দেহজনক তথ্য পেয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক পর্যায়ে তাঁর ফোন থেকে পাওয়া ডেটায় স্পষ্ট হয়েছে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েকটি ‘অস্বাভাবিক’ লেনদেনের চিহ্ন মিলেছে। অর্থাৎ পাকিস্তান সফর শুধু ট্যুরিজম ছিল না—তা ঘিরে রয়েছে অন্য কোনও গভীর উদ্দেশ্য।
পুলিশ সূত্রে জানা গেছে, জ্যোতির ফোনে এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে, যেগুলি এখন গোয়েন্দা বিভাগের বিশেষ পর্যবেক্ষণে রয়েছে।
পেছনে কে, সামনে কী? তদন্তে জোর দিয়েছে পুলিশ
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এই সফরের পেছনে কে ছিল? কে বা কারা এই ইনফ্লুয়েন্সারকে পাকিস্তানে পাঠাল? আর সেই VIP ট্রীটমেন্টই বা কী উদ্দেশ্যে?
হরিয়ানা পুলিশ ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে এবং দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
BIG BREAKING NEWS 🚨 Haryana Police said Jyoti was even cooperating with the ISI.
Hisar Police said —
“She was given VIP treatment, which is ISI’s common way of luring social media influencers” 😳
A recent video filmed by a Scottish YouTuber Callum Mill showed Jyoti in Lahore… pic.twitter.com/DWR0aXgAVr
— Times Algebra (@TimesAlgebraIND) May 26, 2025