গুজরাটের কচ্ছ জেলায় ভারত-পাকিস্তান সীমান্তের কাছে হঠাৎই এক ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে খাভদা ইন্ডিয়া ব্রিজের কাছেই ঘটে এই ঘটনা। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ড্রোন সদৃশ বস্তু হাই-টেনশন বিদ্যুৎ লাইনের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়। ফলে গোটা এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।
বিস্ফোরণের পর সতর্কতা, তদন্তে নামল প্রশাসন
বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই দ্রুত এলাকায় পৌঁছায় নিরাপত্তা বাহিনী। গোটা অঞ্চল ঘিরে ফেলে শুরু হয় তদন্ত। যদিও এখনও পর্যন্ত কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দা ও সন্ত্রাস দমন শাখার আধিকারিকরা।
সীমান্তে টানটান উত্তেজনার মাঝে এই ঘটনা গুরুত্বপূর্ণ
সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে বারবার ড্রোন দেখা যাচ্ছে। কখনও মাদক পাচার, কখনও নজরদারি— নানা উদ্দেশ্যেই সীমান্ত পেরিয়ে আসছে এই উড়ন্ত বস্তুগুলি। এমন অবস্থায় কচ্ছ জেলার এই বিস্ফোরণ ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় সতর্কবার্তা হয়ে উঠল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।