মহারাষ্ট্রের থানে জেলার একটি সরকারি হাসপাতালে আচমকাই মৃত্যু হল এক ২১ বছর বয়সি তরুণের। জানা গিয়েছে, ওই যুবক কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং শ্বাসকষ্ট, জ্বর, কাশি—এই উপসর্গগুলি দেখা দেওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। তাঁর পরিবার জানিয়েছে, শরীর খারাপ হওয়া মাত্রই তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকেই শুরু হয় দুঃস্বপ্ন।
মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতির অবনতি
হাসপাতাল সূত্রের খবর, যুবকটিকে ভর্তি করানোর পর দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ফুসফুসের সমস্যা মারাত্মক রূপ নেয় এবং শেষমেশ শনিবার তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশন ভয়াবহ রকম কমে গিয়েছিল, এবং সময়মতো উন্নততর চিকিৎসা শুরু করলেও শেষরক্ষা হয়নি।
নতুন করে আতঙ্ক ছড়াল থানে জেলায়
এই ঘটনায় থানে শহরজুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। একদিকে যেমন সাধারণ মানুষ ভীত, অন্যদিকে স্বাস্থ্য দপ্তরও উদ্বিগ্ন। তরুণদের মধ্যেও আবার করোনার সংক্রমণ ও মৃত্যুর সম্ভাবনা বাড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংক্রমণের উৎস জানতে কন্ট্যাক্ট ট্রেসিং শুরু হয়েছে। পাশাপাশি মৃতের ঘনিষ্ঠদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কোভিড আবার কি ফিরে আসছে?
যদিও রাজ্য সরকার বারবার বলছে, করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে, তবু এই মৃত্যুর পর নতুন করে প্রশ্ন উঠছে—তবে কি আবার ছড়াতে শুরু করল করোনা? বিশেষ করে তরুণদের মধ্যে?
বিশেষজ্ঞরা বলছেন, অতিমারির পরে অনেকেই টিকা নেননি বা বুস্টার ডোজ থেকে বিরত রয়েছেন। ফলে সংক্রমণের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
এই খবরের বিস্তারিত পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে, কোভিড এখনও পুরোপুরি বিদায় নেয়নি। সময় এসেছে আবারও সচেতন হওয়ার। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁরা চান প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, তার ব্যবস্থা নিক।
Maharashtra: 21-year-old COVID-19 patient dies in Thane
Read @ANI Story | https://t.co/Vuj2hkIglp
#Covid19 #Mumbai #Maharashtra pic.twitter.com/pyQ0d4KOSk
— ANI Digital (@ani_digital) May 25, 2025