দিল্লিতে এক সংবাদ সম্মেলনে জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে প্রাণী হত্যা সম্পর্কে বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, “ইসলামে, কুকুর-বিড়ালের মতো প্রাণীসহ অন্য কোনো প্রাণীকে অকারণে হত্যা করাকে গুরুতর পাপ হিসেবে বিবেচনা করা হয়। ইসলামে প্রাণীদের প্রতি সহানুভূতি দেখানো, তাদের সুরক্ষা দেওয়া একটি মৌলিক শিক্ষা।”
মানুষের জীবন সবচেয়ে পবিত্র
মাওলানা মাদানি আরও বলেন, “যদি প্রাণীদের প্রতি এই ধরনের সহানুভূতির নির্দেশ ইসলাম দেয়, তাহলে মানুষের জীবনের পবিত্রতা সম্পর্কে কল্পনা করুন। ইসলামে সব সৃষ্টির মধ্যে একজন মানুষই সবচেয়ে মূল্যবান। তাহলে, একজন মানুষের জীবন কীভাবে নেয়া ন্যায্য হতে পারে?”
অপরাধীদের জবাবদিহি
মাওলানা মাদানি তার বক্তব্যে আরও বলেন, “যারা এই ধরনের অপরাধ করে, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। ইসলাম কখনও এমন কাজের অনুমতি দেয় না, যেখানে অন্যের জীবন বা সত্তা ক্ষতিগ্রস্ত হয়।” তিনি স্পষ্ট করেছেন যে, মানুষের জীবনকে শ্রদ্ধা করা এবং প্রাণীদের প্রতি দয়া প্রদর্শন, ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা।
VIDEO | Delhi: While addressing a press conference, Jamiat Ulama-i-Hind President Maulana Arshad Madani said, “In Islam, the unjust killing of any living being, including animals like dogs and cats, is considered a grave sin. If such compassion is commanded for animals, imagine… pic.twitter.com/LQiENXNIsY
— Press Trust of India (@PTI_News) May 4, 2025