শহরের অন্যতম ব্যস্ত ও অভিজাত এলাকা পেডার রোড। আর সেখানেই ঘটে গেল এক আতঙ্কজনক অগ্নিকাণ্ডের ঘটনা। ‘লিবাস’ নামে এক জনপ্রিয় পোশাক ব্র্যান্ডের শোরুমে আচমকাই আগুন লেগে যায়। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও, শোরুমের বেশ কিছু অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ধোঁয়া দেখে চমকে ওঠেন পথচারীরা, মুহূর্তেই ছড়ায় আতঙ্ক
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শোরুমের ভিতর থেকে ঘন ধোঁয়া বেরোতে দেখা যায়। রাস্তায় থাকা মানুষজন ও আশেপাশের দোকানদাররা বিষয়টি টের পেয়েই শোরগোল শুরু করেন। আগুনের শিখা না দেখা গেলেও, ধোঁয়ার মাত্রা ছিল বেশ প্রবল। দ্রুতই দমকলে ফোন করা হয় এবং আশপাশের দোকান ও আবাসন খালি করার কাজ শুরু হয়।
দমকলের চারটি ইঞ্জিন ছুটে আসে, এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। দমকল বিভাগের এক আধিকারিক জানান, পরিস্থিতি কঠিন ছিল না, তবে তৎক্ষণাৎ ব্যবস্থা না নেওয়া হলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
হতাহতের কোনও খবর নেই, কর্মীরা নিরাপদে বেরিয়ে আসেন
শোরুমে তখন কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তাঁরা বাইরে বেরিয়ে আসেন। তাঁদের কেউই আহত হননি। স্থানীয়রাও তাঁদের সহযোগিতা করেন নিরাপদে বাইরে আসতে।
শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত, অনুমান দমকলের
দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও তদন্ত এখনও চলছে। দমকল আধিকারিকদের মতে, শোরুমের বৈদ্যুতিক সংযোগ বা কোনও যন্ত্রাংশ থেকে আগুন লেগে থাকতে পারে।
শোরুম কর্তৃপক্ষের তরফে ক্ষতির পরিমাণ যাচাই চলছে
শোরুম কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে বেশ কিছু পোশাক, আসবাব ও ইলেকট্রনিক যন্ত্রাংশ নষ্ট হয়েছে। যদিও বড়সড় ক্ষতি হয়নি বলেই মনে করছেন তাঁরা। বিষয়টি নিয়ে পুলিশ ও দমকলকে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। যদিও ঘটনাটি বড় কোনও প্রাণঘাতী বিপর্যয়ে পরিণত হয়নি, তবে দিনের বেলায় একটি জনবহুল এলাকায় এ ধরনের অগ্নিকাণ্ড আবারও নগরবাসীকে সতর্ক করে দিল। বৈদ্যুতিক নিরাপত্তা ও দ্রুত প্রতিক্রিয়ার গুরুত্ব আজ ফের প্রমাণিত হল।