TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! কলকাতা থেকে চণ্ডীগড়— NIA-এর নজরে কোন শহর?

শনিবার ভোরে কলকাতা, দিল্লি ও চণ্ডীগড়ে বড়সড় অভিযান চালাল এনআইএ। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতে বসেই কে বা কারা গুপ্তচরবৃত্তি চালাচ্ছে, সেই চক্রকে ধরতেই একযোগে অভিযান গোয়েন্দাদের।

Debapriya Nandi Sarkar

শনিবারের সকালটা শুরু হল চমকে দেওয়া অভিযানে। কলকাতা, দিল্লি ও চণ্ডীগড়ে একযোগে অভিযান চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্র জানাচ্ছে, ভারতীয় ভূখণ্ডে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে নজরে রাখা হয়েছিল বহুদিন ধরেই।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

পাকিস্তানের হয়ে কে চালাচ্ছে চরবৃত্তি?

সূত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরেই এনআইএ-র হাতে একাধিক তথ্য আসছিল, যেখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (ISI) সঙ্গে যোগাযোগ রয়েছে এমন কিছু ব্যক্তির গতিবিধি সম্পর্কে উল্লেখ ছিল। সেই তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছিল বিস্তারিত অভিযান পরিকল্পনা। কারা ভারতের অভ্যন্তরে থেকেই বিদেশি শত্রুদের হাতে তথ্য তুলে দিচ্ছে—তা জানতেই এই অভিযান।

কলকাতায় কোথায় কোথায় অভিযান?

কলকাতার বিভিন্ন এলাকায় শনিবার ভোর থেকেই তল্লাশি শুরু করে এনআইএ। শহরের উত্তর ও মধ্য কলকাতায় একাধিক বাড়িতে হানা দেওয়া হয়েছে বলে খবর। গোয়েন্দা আধিকারিকেরা প্রায় প্রত্যেক জায়গায় কম্পিউটার, মোবাইল ফোন, নথিপত্র খতিয়ে দেখেন। কোথাও কোথাও কয়েক ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

দিল্লি ও চণ্ডীগড়েও তল্লাশি

এই একইসঙ্গে অভিযান চলে রাজধানী দিল্লি ও চণ্ডীগড়েও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গোটা নেটওয়ার্কটি ছিল আন্তঃরাজ্য এবং সম্ভবত আন্তর্জাতিক সংযোগও ছিল এই চক্রের। কিছু ডিজিটাল প্রমাণ হাতে এসেছে বলেও জানা গিয়েছে, যা থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার সম্ভাবনা।

সন্ত্রাসের ছায়া নাকি তথ্য পাচার?

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অভিযুক্তদের কেউ কেউ সামরিক তথ্য পাচার, আবার কেউ কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছিল। যদিও এনআইএ এখনই এই বিষয়ে সরকারি ভাবে মুখ খোলেনি। তদন্ত চলছে, এবং গোটা ব্যাপারটিকে ঘিরে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।