অপারেশন সিঁদুর — এই নাম এখন শুধু একটি সামরিক অভিযানের নয়, বরং নারী শক্তির এক নতুন পরিচিতি। সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অপারেশনের প্রসঙ্গ টেনে বলেন, “অপারেশন সিঁদুর এখন নারী শক্তির প্রতীক হয়ে উঠেছে।”
সীমান্তে মহিলারা সামলালেন ফ্রন্ট লাইন
প্রধানমন্ত্রী জানান, জম্মু থেকে গুজরাট সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই অভিযানে বহু মহিলা বিএসএফ জওয়ান গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। যেদিকে তাকানো যায়, সীমান্তের নানা প্রান্তে তাঁরা সক্রিয়ভাবে জওয়ানদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন।
মোদীর কথায়, “ওরা শুধু সীমান্ত পাহারা দেয়নি, বরং সীমান্তের ওপার থেকে আসা গুলির উপযুক্ত জবাবও দিয়েছে। তাঁদের সাহসিকতা আমাদের গর্বিত করে।”
‘নারী শক্তি’র নতুন প্রতীক
সরকারের একাংশ মনে করছে, অপারেশন সিঁদুর দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় মহিলাদের সক্রিয় অংশগ্রহণের একটি যুগান্তকারী উদাহরণ। নারী শক্তির ক্ষমতায়নে এটিকে একটি প্রতীকী পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর মতে, আজকের ভারত নারী নেতৃত্বে বিশ্বাস রাখে। সীমান্ত রক্ষার মতো কঠিন ও ঝুঁকিপূর্ণ ক্ষেত্রেও মহিলারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন, সেটাই প্রমাণ করেছে অপারেশন সিঁদুর।
প্রতিক্রিয়া দেশজুড়ে
সামাজিক মাধ্যমে এই অপারেশন নিয়ে শুরু হয়েছে প্রশংসার ঝড়। অনেকেই বলছেন, “মহিলারা শুধু ঘরের নয়, দেশেরও রক্ষাকর্তা হতে পারেন — অপারেশন সিঁদুর তার জীবন্ত উদাহরণ।”
#WATCH | Bhopal, Madhya Pradesh | Prime Minister Narendra Modi says, “Operation Sindoor has also become a symbol of ‘Naari Shakti’… Many women BSF soldiers were handling the front from Jammu to the Gujarat border. They gave a befitting reply to the firing from across the… pic.twitter.com/3nqfZmCOO5
— ANI (@ANI) May 31, 2025